ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

কোহিনুর স্টিলের বরাদ্দকৃত ভূমি বনের নয়


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ৪:১৯
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার উত্তর সলিমপুরে সাগর উপকুলে জাহাজভাঙা কারখানা স্থাপনের জন্য কোহিনুর স্টিলের নামে ইজারা দেওয়া প্রায় ৫ একর জমি বনবিভাগের নয় বলে জানা গেছে। উল্লেখিত জমির খতিয়ানে সরকারের পক্ষে জেলা প্রশাসকের নাম রয়েছে। সকল নিয়ম মেনেই লীজ দিয়েছেন জেলা প্রশাসন। এ বিষয়ে ছাড়পত্র দিয়েছে পরিবেশ অধিদফতর। কোনোরকম আপত্তি নেই বনবিভাগের। জমির উপরে রয়েছে জেলা প্রশাসকের সাইনবোর্ডও।
 
কিন্তু এ নিয়ে আপত্তি রয়েছে পরিবেশবাদি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতির (বেলা)। আর এই আপত্তি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাহাজভাঙ্গা শিল্প কারখানা প্রতিষ্ঠান কোহিনুর স্টিলের পরিচালক মো. আবুল কাসেম ওরফে রাজা কাসেম। 
 
তিনি বলেন, বেলা থেকে পাঠানো এ সংক্রান্ত নোটিশ আমরা গত ২৫ সেপ্টেম্বর হাতে পেয়েছি। নোটিশে খাস জমি ইজারাকৃত জমিকে শিল্প জোনের পাশ্ববর্তি উপকুলীয় বনভুমির তুলাতলী মৌজার দাবি করে আপত্তি তোলা হয়েছে। এছাড়া জমিতে উপকুলীয় বনবিভাগের আওতায় কেওড়াবন থাকার কথাও উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ বিব্রতকর।
 
আর অসন্তোষের বিষয় হচ্ছে-এর আগে শিল্প জোনের উত্তর সলিমপুর মৌজার ৭ দশমিক ১০ একর জমি বিবিসি স্টিলের নামে ইজারা দেয় জেলা প্রশাসন। ২০১৯ সালের শুরুর দিকে পরিবেশবাদি সংগঠন বেলা এই ইজারার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করে। তখন উপকুলীয় বন বিভাগ আপত্তি করে। ফলে উচ্চ আদালত এই ইজারার বিপক্ষে রায় দেয়। আদালতের রায় মেনে ওই স্থানে বিবিসি স্টিলের জাহাজভাঙা কারখানা স্থাপন করা হয়নি। 
 
রাজা কাসেম বলেন, চট্টগ্রামের সীতাকুন্ডে উপকুলে শিল্প মন্ত্রণালয়ের গেজেটে ৭টি মৌজাকে শিল্প জোন ঘোষণা করা হয়। যার একটি হচ্ছে উত্তর সলিমপুর মৌজা। এই মৌজায় আরও দুই দশক আগে থেকে বেশ কয়েকটি জাহাজভাঙা কারখানা চলমান রয়েছে। এ অবস্থায় কোহিনুর স্টিল শিপ ইয়ার্ড স্থাপন করা হচ্ছে। এই মৌজা থেকে ৫ একর জমি দেখে শুনে বুঝে আইনগত প্রক্রিয়া শেষে ইজারা দিয়েছে জেলা প্রশাসন।
 
এই জমিতে নেই উপকুলীয় বনবিভগের কোন বন বা গাছ। তবে এই জমির পাশ থেকে উপকুলীয় বনবিভাগের তুলাতলী মৌজার জমিতে বনভুমি রয়েছে। যেখানে কেওড়াবনের কিছু গাছ রয়েছে। এই গাছকে শিল্প জোনের উত্তর সলিমপুর মৌজায় টেনে প্রদর্শন করা হচ্ছে। যা সত্যিই দু:খজনক। 
 
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ। গাছ লাগানো আমার নেশা। সীতাকুন্ডের রাজা-কাসেম উচ্চ বিদ্যালয় ঘিরে আমি গাছ বাগান তৈরী করেছি বহু বছর আগে। এমনকি বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং আইল্যান্ডেও আমি নানা জাতের গাছ রোপন করেছি। যা এখন অনেক বড়  ও সুন্দর দেখাচ্ছে।
 
শুধু তাই নয়, উত্তর সলিমপুরে আমার নিজস্ব প্রায় ১০ একর জমিতে আমার গাছের বাগান রয়েছে। যেখানে নানা জাতের ফুলজ-ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। এ অবস্থায় গাছ ধ্বংসের প্রশ্ন তুললে খুবই দু:খ লাগে। 
 
তিনি আরও বলেন, সরকার কর্মসংস্থান ও দেশের অর্থনীতির উন্নয়নের জন্য যেখানে শিল্প কারখানার প্রসার ঘটাতে মরিয়া, সেখানে স্বার্থান্বেষি কিছু কুচক্রীমহল পরিবেশবাদি সংগঠন বেলাকে দিয়ে এই শিল্প কারখানা স্থাপনে নানা প্রতিবদ্ধকতা তৈরী করছে। 
 
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উপকুলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ আবদুর রহমান বলেন, ইজারা দেওয়ার পুর্বে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে এ বিষয়ে জানতে চেয়েছিল। আমরা অনাপত্তি দিয়েছি। 
 
সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, কোহিনূর স্টিলের নামে ইজারা দেওয়া জমি এক নম্বর খাস খতিয়ানের অর্ন্তভুক্ত। এই জমি এখন শিল্প জোনের আওতাভুক্ত। এখানে উপকুলীয় বনভুমির কোন জমি নেই। ইজারাকৃত জমির উপর কোন বনও নেই। সব প্রক্রিয়া মেনেই এই জমি ইজারা দেওয়া হয়েছে। 
 
এ বিষয়ে বেলার চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আলিউর রহমান বলেন, উচ্চ আদালতের রায়ে বন বিভাগের কোন জমি ইজারা বা বন ধ্বংসকারী কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ অবস্থায় বনবিভগের জমি ইজারা প্রদান আদালত অবমাননার শামিল। এ নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা