ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বৈরি আবহাওয়া ও দীর্ঘ ছুটিতে কুয়াকাটায় হাজারো পর্যটকদের ভীড়


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ৪:২৫

টানা পাচদিনের সাপ্তাহি ছুটিতে পর্যটকদের পদচারনায় এখনই মুখরিত হয়ে উঠেছে সুর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। ঈদ এ মিলাদুন্নবী, সাপ্তাহিক ছুটি ও দূর্গা পূজা ঘিরে হাজারো পর্যটকদের উপচে পড়া ভীড়ে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে আগামী ১ সপ্তাহের আগাম বুকিং হয়ে গেছে আবাসিক হোটেল মোটেল ও রিসোর্টগুলো। রুম সংকট দেখা দিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর আবাসিক হোটেল গুলোর মধ্যে অনেকেই অতিরিক্ত মুনাফার লোভে রুম খালি থাকতেও আগাম বুকিং নিচ্ছে না এমন অভিযোগ অনেকেরই। বৃহস্পতিবার থেকে একটানা পর্যটক রয়েছে সমুদ্র সৈকতে। এ ভীড় থাকবে আগামী রোববার পর্যন্ত এমনটা জানান আবাসিক হোটেল-মোটেল সমিতির নেতৃবৃন্দ। বৈরী আবহাওয়ার মাঝেও পর্যটকদের যেন উৎসাহ উদ্দিপনার শেষ নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়, পদ্মাসেতু উদ্বোধনের পর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিনিয়ত ভীড় বাড়ছে পর্যটকদের। ছুটির দিন গুলোতে তীল ধারনের ঠাই পাওয়া যায় না। আগে যেখানে ছুটির দিন ছাড়া তেমন একটা পর্যটকদের আগমন ছিল না। সেখানে এখন প্রতিনিয়ত পর্যটক থাকছে। আর এতে খুশি পর্যটক নির্ভর ব্যবসায়িরা। আবাসিক হোটেলের পাশাপাশি খাবার হোটেল, বার্মিজ মার্কেট, শুটকী মার্কেট, ফিস ফ্রাই মার্কেট সব জায়গায়ই ভীড় দেখা গেছে। দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি পছন্দের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন পর্যটকরা। আগামী নভেম্বর থেকে আরো ভীড় বাড়বে বলে প্রত্যাশা পর্যটনমুখী ব্যবসায়ীদের। আগত এসব পর্যটকরা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে সৈকতের বিভিন্ন স্পটে ঘুরে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকের এমন ভিড়ে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। 

এদিকে আগে থেকেই বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের সঙ্গে থানা পুলিশের তৎপরতারও রয়েছে চোখে পড়ার মতো। নওগা থেকে আসা পর্যটক নুরুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, গতকাল সকালেই পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছি। বেশ আনন্দ করছি। পরিবেশটা দারুন লেগেছে। তবে কিছু কিছু স্থান অপরিচ্ছন্ন মনে হয়েছে। ওই স্থানগুলো পরিস্কার পরিচ্ছন্ন করলে সবার কাছেই এই সৈকত আরো ভালো লাগবে।’ ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা অপর পর্যটক আনিস মিয়া বলেন, ‘সমুদ্রের বড় বড় ঢেউ সৈকতের বুকে আছড়ে পড়ছে, এই দৃশ্য দেখেই মন ভালো হয়ে উঠেছে।  বিভিন্ন স্থানে দেখলাম ভাঙন চলছে। দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করতে আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।’

সাপ্তাহিক ছুটিতে ও পদ্মা সেতু চালু হওয়ার পরে ফেরিবীহিন সরাসরি ঢাকা সহ সকল জেলা থেকে কুয়াকাটা আসতে পারায় হাজারো  পর্যটকদের মিলন মেলা  হয়েছে কুয়াকাটায়। পর্যটকদের পদচারনায় এখনই মুখরিত হয়ে উঠেছে সুর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। সাপ্তাহিক ছুটি গুলোতে বেড়ে যায় পর্যটক সমাগম। তাই দেশের অপরাপর পর্যটন কেন্দ্র গুলোর চেয়ে সার্বিক নিরাপত্তায় এগিয়ে থাকা কুয়াকাটায় বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ।

সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর আপার ছোয়া আর গঙ্গামতির চরে লাল কাকড়ার অবাধ বিচরনের জন্য সাগরকন্যা কুয়াকাটা দিনদিন হয়ে উঠেছে পর্যকদের প্রিয় স্থান। রয়েছে উপজাতি রাখাইন সম্প্রদায়ের জীবনাচর ও সংস্কৃতির সেতুবন্ধন, সুন্দরবনের একাংশ টেংরাগিরি বনের দৃশ্য উপভোগের সুযোগ। সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটার দীর্ঘ বেলাভুমি মুখরিত হয়ে ওঠে পর্যটকদের পদচারনায়। আগত পর্যটকরা বীচে দাড়িয়ে প্রিয়জনের সাথে ছবি তুলছে, সমুদ্রে জলকেলিতে খেলা করছে, দর্শনীষ্পট গুলো ঘুড়ে দেখছে।

ছুটি উপভোগ করতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন সৈকতে। সেখানে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো সমুদ্র সৈকতের আরেকটি আনন্দের উপলক্ষ মনে করেন পর্যটকরা। এদিকে সমুদ্রের তীব্র ঢেউয়ের আঘাতে ভাঙন দেওয়া সৈকত রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন পর্যটকরা। 

কুয়াকাটার আবাসিক হোটেল মোটেল অর্নাস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: মোতালেব শরিফ দৈনিক সকালের সময়কে জানান, যোগযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে দিনদিন কুয়াকাটায় বাড়ছে পর্যটক। ইতিমধ্যে অধিকাংশ হোটেল-মোটেল-কটেজ অগ্রীম বুকিং হয়ে গেছে। তবে পদ্মাসেতু উদ্ভোধনের পর যে পরিমান পর্যটকদের আগমন হচ্ছে, সেই তুলনায় আবাসন সমস্যার সমাধান এখনো হয় নাই।

মোঃ আঃ খালেক, সহকারি পুলিশ সুপার, টুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন দৈনিক সকালের সময়কে বলেন, পর্যকদের সর্বএ  নিরাপদ ভ্রমন আর নিরাপত্তায় প্রস্তত কুয়াকাটা টুরিস্ট পুলিশ। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘বিগত দিনের তুলনায় কুয়াকাটায় বেশি পর্যটকের আগমন ঘটেছে। আগতদের নিরাপত্তা দিতে বিভিন্ন পর্যটন স্পটে আমাদের ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের সঙ্গে থানা পুলিশও কাজ করছে।’ 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী