গুলি করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না : দুলু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ইতিহাস সাক্ষী দেয় রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। বায়ান্নোর রক্ত বৃথা যায়নি, ’৬২, ’৬৯ ও ’৭০-এর রক্ত এবং সর্বশেষ ’৯০-এর এরশাদবিরোধী আন্দোলনের রক্তও বৃথা যায়নি। যার প্রমাণ বাংলাদেশ মানুষ সাক্ষী হয়ে আছে। আওয়ামী লীগ মনে করেছিল গুলি করে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঢুকিয়ে রাখবে, তাদের দমিয়ে রাখবে। তাতে করে বিএনপি নেতাকর্মীরা মিছিল-মিটিং করতে পারবে না, ভয়ে আত্মগোপন করে থাকবে। কিন্তু পরিণামে হয়েছে এর উল্টোটা। আওয়ামী লীগ যত গুলি চালিয়েছে ততই বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফুঁসে উটেছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে পুলিশের গুলিতে সাররাদেশে নিহত বিএনপির নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে শোক র্যালি ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রের নামে স্বৈরশাসন কায়েম করেছেন। এই সরকার এমন পর্যায়ে চলে গেছে, তারা এখন আর মানুষ পর্যায়ে নেই। তারা এমন উচ্চ পর্যায়ে আসন গ্রহণ করেছে যে, তাদের বিরুদ্ধে কোন সমালোচনা করা যাবেনা, কথা বলা যাবেনা। এই আওয়ামী লীগ সরকার সারাদেশে শত শত মানুষের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিচ্ছেন। এভাবে মামলা দিয়ে তারা মনে করছে, তাদের বিরুদ্ধে সমালোচনা বন্ধ হয়ে যাবে। তারা মনে হয় জানে না, সারাদেশে মানুষ আজ ফুসে উঠেছে,ব্যারিগেট দিয়েও আটকে রাখা যাচ্ছে না। সেটা তারা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না। ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গেছে।
নিহত বিএনপির নেতাকর্মীদের স্মরণে দুলু বলেন, আমরা নিহত পরিবারকে কথা দিয়েছি, নিহত শাওন ও নূর আলমকে কথা দিযেছি, যতো দিন পর্যন্ত এ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হবেনা, ততদিন বিএনপির কোন নেতাকর্মী বাড়ি ফিরে যাবে না।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালী ও সমাবেশের আয়োজন করে লালমনিরহাট জেলা বিএনপি।আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে বিএনপি এবং এর সকল সহযোগী অঙ্গ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ২০ হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে একটি শোক র্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় চত্ত্বরে এসে শেষ হয়।
এমএসএম / জামান
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে
আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক
মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ
তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!
রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২
আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ
Link Copied