পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাফিজকে হত্যার হুমকি
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা পরিষষ নির্বাচনের রিটানিং অফিসারের কাছে হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেন। দুটি চিঠিতে অভিযোগের পাশপাশি প্রার্থী তার জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশী সহযোগীতাও আবেদন করেছেন।
লিখিত অভিযোগে দাবী করা হয়, হাফিজুরর রহমান নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের (আওয়ামী লীগ সমর্থিত) খলিলুর রহমান মোহন এবং তার সন্ত্রাসীরা হাফিজুর রহমানকে হত্যাসহ তার নির্বাচনী অফিস ভাংচুরের হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৬ অক্টোবর বাউফল পৌরসভা মাঠে আনারস মার্কার নির্বাচনী সভায় আনারস মার্কার প্রার্থী নিজে বক্তব্য প্রদানকালে অ্যাড. হাফিজুর রহমানকে এলাকাছাড়া করার হুমকি দেন এবং নির্বাচনের পরে কিভাবে এলাকায় থাকে সে বিষয়ে দেখে নেয়ারও হুমকি প্রদান করেন। এ সংশ্লিষ্ট বিষয়ে একটি ভিডিও ক্লিপ অভিযোগপত্রের সাথে সংযুক্ত করা হয়েছে।
এমতাবস্থায় আগামী ১৭ অক্টোবর সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ এবং জীবনের নিরাপত্তার জন্য ১১ অক্টোবর সকাল ৭টা থেকে ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশি সহায়তার চেয়ে আবেদন করা হয়।এ বিষয়ে অ্যাড. হাফিজুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, ‘নির্বাচনের শুরুর দিকে নির্বাচনী পরিবেশ ভালো থাকলেও দিন যত এগিয়ে আসছে ততই নির্বাচনী পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নিজে এবং তার কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় আমার পোস্টার, ফেস্টুন ছিড়ে ফেলছে। এ ছাড়া নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুবিবুর রহমান মুহিব নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও নির্বাচন কমিশন কিংবা রিটানিং অফিসারের কার্যালয় থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখন আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য তারা পরিকল্পনা করছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কাছে দুটি লিখিত আবেদন করেছি।
অভিযোগের বিষয়ে আনারস মার্কার প্রার্থী খলিলুর রহমান মোহন বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহম্মদ কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ১০৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৭ অক্টোবর জেলার ৮ উপজেলার ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন
রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা
বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু