পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ধর্ষণ, কাউকে না জানাতে শপথ
টাঙ্গাইলের ভূঞাপুরে এক সন্তানের জননীকে ধর্ষণ ও প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ নির্যাতনের অভিযোগ করেছেন প্রেমিক বেল্লাল নামে এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনা কাউকে বললে তার সন্তানকে প্রাণনাশের হুমকিও দেয় বেল্লাল। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণ, নির্যাতনের বিচার ও পাওনা টাকা ফেরত চেয়ে গতকাল বুধবার (১২ অক্টোবর) রাতে বেল্লালের বাড়িতে ওঠেন ওই নারী। পরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বেল্লালের স্ত্রী ও মা। বেল্লাল পলাতক রয়েছে।
ভুক্তভোগী নারী জানান, বেল্লাল বালু ব্যবসার নামে আমার থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা ধার নিয়েছে। টাকা নেয়ার পর থেকে নানা সময়ে কুপ্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হলে পাওনা টাকা ফেরত দেবে না বলে সে জানায়। একপর্যায়ে টাকা ফেরত দেয়ার কথা বলে বেল্লাল তার বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণ ও টাকা ধার নেয়ার বিষয়টি কাউকে যাতে না জানাই এজন্য শপথ করায় এবং কাউকে জানালে আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় বেল্লাল।
তিনি আরো জানান, ওই পাওনা টাকা চাইলে টালবাহানা করে বেল্লাল। এ নিয়ে গ্রাম্যভাবে মীমংসার কথা বলেও মীমংসা করেনি। পরে বাধ্য হয়ে ধর্ষণের বিচার ও পাওনা টাকা ফেরতের জন্য বেল্লালের বাড়িতে উঠলে বেল্লালের মা ও স্ত্রী ক্ষুব্ধ হয়ে আমাকে মারধর করে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর স্বামী বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে আসছেন। এরই মাঝে বেল্লালের সাথে তার দীর্ঘদিনের টাকা লেনদেনের সম্পর্ক ছিল। শুনেছি বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলেছিল। ওই টাকা বালু ব্যবসায়ী বেল্লালকে ধার দেয়।
বিষয়টি অস্বীকার করে বেল্লালের স্ত্রী ও মা জানান, বেল্লালের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাকে মারধরও করা হয়নি। এছাড়াও বেল্লাল তার কাছ থেকে টাকাও ধার নেয়নি।
এ বিষয়ে জানতে বেল্লালকে তার বাড়িতে পাওয়া যায়নি। ফোন করলেও রিসিভ করেননি।
এ প্রসঙ্গে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার জানান, ভুক্তভোগী ওই নারী কয়েক দিন আগে আমার কাছে এসেছিল। সে জানিয়েছে বেল্লাল তার ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে এবং টাকার লভ্যাংশ দিয়ে আসছিল। পরবর্তীতে বেল্লালের কাছে জানতে চাইলে বেল্লাল তার থেকে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করায় ওই নারীকে সাক্ষী-প্রমাণ নিয়ে আসতে বলেছি। আজ জানতে পারলাম বেল্লাল তাকে ধর্ষণ করেছে এবং তার বাড়িতে উঠেছে।
এমএসএম / জামান
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪