ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার নেতৃত্বে সালমান-জিহাদ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ১২:৮

নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপাঞ্চল হাতিয়ার ঢাকাস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’ পেয়েছে নতুন নেতৃত্ব। দীর্ঘ ৩ বছর পর অনুমোদন পাওয়া এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম সালমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম জিহাদ। 

সালমান ইউনিভর্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিভিল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে জিহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। 

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১টায় সংগঠনটির সদ্য সাবেক সভাপতি জিল্লুর রহমান তাফহীম ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম সালমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭৪ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।

এছাড়াও নবগঠিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মানছুরুল হক তানভীর, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন লালন, অফিস সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাহাদ উদ্দিন, অর্থ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রব নাছিম, প্রচার সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান উদ্দিন নিয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিমুশ-শান মাহিরকে নির্বাচন করা হয়েছে। 

এছাড়াও কমিটিতে ক্যারিয়ার উন্নয়ন বিভাগের পরিচালক হিসেবে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী এ.এন.এম মহসিন, ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক হিসেবে শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল ইসলাম শাওন, জনসেবা বিভাগের পরিচালক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন, গবেষণা ও মিডিয়া বিভাগের পরিচালক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইবনে সোহন শুভ, ক্রিডা ও সংস্কৃতি বিভাগের পরিচালক হিসেবে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ, আন্তঃফোরাম বিভাগের পরিচালক হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী রায়হান উদ্দিন, ছাত্রী কল্যাণ বিভাগের পরিচালক হিসেবে ইডেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মায়মুনা মুসকান ও তথ্য প্রযুক্তি বিভাগের পরিচালক হিসেবে স্থান পেয়েছেন আহসান উল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হক তাফহীম। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীকে কার্যকরী সদস্য ও এইচএসসি-২০২২ ব্যাচের ১০ জন শিক্ষার্থীকে কনভেনার করে ৭৪ সদস্যের এ কমিটি অনুমোদিত হয়। 

এর আগে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা'র ২০২২ সালের নবীন বরণ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহসহ রাজধানী ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া হাতিয়ার মেধাবী ছাত্রদের অংশগ্রহণে মুখরিত ছিল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও হাতিয়ার কৃতি সন্তান ড. মুহাম্মদ ইউছুফ। আরো উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, পূবালী ব্যাংকের এজিএম, ঢাবির সাবেক শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এফসিপিএস ডা. আজগর হোসেন।

জামান / জামান

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন