ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

টক ফল খাওয়ার উপকারিতা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৪:২৫

টক ফল সাস্থ্যের জন্য উপকারি। টক জাতীয় ফল এর মধ্যে রয়েছে কাচা আম, টক বরই, আমড়া,লেবু, কামরাঙ্গার, জাম্বুরা, তেঁতুল, আমলকি, চালতা, জলপাইসহ আরও অনেক ফল।

টক ফলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের জন্য বেশ কার্যকরী। যা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয় দাত, চুল এবং স্কিন এর জন্য ও বেশ ভালো টক ফল।

অনেক সময় হজমে সাহায্য করে থাকে টক জাতীয় ফল। এবং শরীরে শক্তি যোগাতেও সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখতেও বেশ ভালো ভূমিকা পালন করে টক জাতীয় ফল।

টক ফলের গুনাগুন এর শেষ নেই। পুষ্টি গুনে ভরপুর সকল রকমের টক জাতীয় ফল। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক টক জাতীয় ফল। তাই সুস্থ্য থাকতে টক ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

প্রীতি / প্রীতি