রাবিতে দুই দিনব্যাপী চিহ্নমেলার আনুষ্ঠানিক উদ্বোধন

রাবিতে লেখক-পাঠক-সম্পাদকদের আসর ‘চিহ্নমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন ভারতের লিটলম্যাগব্যক্তিত্ব সন্দীপ দত্ত। সাহিত্যের ছোট কাগজ ‘চিহ্ন’ পঞ্চমবারের মতো এ মেলার আয়াজন করছে।
এ মেলায় দুই বাংলার দুই শতাধিক লিটলম্যাগসহ পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সমাবেশ ঘটবে। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নির্মলেন্দু গুণ বলেন, চিহ্নের এমন আয়োজনে মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই গান 'পড়বে না মোর এ চিহ্ন এই বাটে', এই চিহ্ন না পড়া তিনি নেতিবাচক অর্থে বলেছেন। এখানে চিহ্নমেলার যে চিহ্ন সেটা ইতিবাচক অর্থে। এখানে আমরা এই মেলার মধ্যদিয়ে ভালোবাসার চিহ্ন, প্রতিবাদের চিহ্ন ও সংগ্রামের চিহ্ন রেখে দিতে চাই। কবি রবীন্দ্রনাথ যে কথা বলেছেন- পড়বে না মোর চিহ্ন, সেটা এখানে বলা যায় প্রত্যয়ের, প্রতিজ্ঞার, প্রতিশ্রুতি, ভালোবাসার, বিপ্লবের ও অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রামের চিহ্ন। এসব চিহ্ন আমাদের মাঝে নতুন প্রাণের ও প্রেরণার সঞ্চার করুক, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগান দিক এ আশাবাদ ব্যক্ত করি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এই মেলার মাধ্যমে আমরা প্রাকৃতিক ভূগোলকে অতিক্রম করে ভাষার ভূগোলে এক হয়েছি। 'চিহ্নমেলা' বাংলাভাষী লেখক-পাঠকদের মহামিলন মেলায় পরিণত হয়েছে।
মেলায় আগত লেখক-পাঠকদের ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে উপাচার্য আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটি পরতে পরতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে। আমাদের আছে শহীদ জোহা স্যার, বিভিন্ন প্রতিবাদী ম্যুরাল, যেখানে আমরা স্বাধীনতাকে বারবার শানিত করি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, অধ্যাপক সনৎকুমার সাহা, অধ্যাপক জুলফিকার মতিন, চিহ্নর সম্পাদক অধ্যাপক শহীদ ইকবাল।
দুই দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের ১০৫টি পত্রিকা এবং ভারতের ৬৫টি পত্রিকা অংশগ্রহণ করছে। এবারের মেলায় লিটলম্যাগ-সম্মাননা পাচ্ছে চট্টগ্রাম থেকে প্রকাশিত আলী প্রয়াসের 'তৃতীয় চোখ' এবং কলকাতা থেকে প্রকাশিত অমলিন্দু বিশ্বাসের 'নৌকো'। এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার। চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন।
এমএসএম / জামান

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025
