ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আজকের রাশিফল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৩২

আজ ১৮ অক্টোবর, রোজ মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। বৈদেশিক কাজে জট মুক্তির আশা করা যায়। দূরের ব্যাবসায়িক যোগাযোগ শুভ। যেকোনো জটিলতা নিরসনে অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

মকর : আয় বাড়লেও ব্যয়ের চাপ থাকবে। ব্যবসায় কিছু পরিবর্তন আসতে পারে। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফলতা পেতে পারেন। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখুন।

কুম্ভ : যৌথ উদ্যোগে কোনো কাজের অগ্রগতি হবে। ভুল সংশোধনের সুযোগ পাবেন। অতীতের ঘটনা মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকবে।

মীন : কাজের চাপ থাকবে। অধীন কর্মচারী সমস্যা করতে পারে। ব্যবসায়ীদের টাকা বাজারে আটকে থাকবে। কাজ নিরলসভাবে করুন। ফলাফল ছেড়ে দিন নিয়তির হাতে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মেষ : মানসিক প্রফুল্লতা থাকবে। অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো গুণের জন্য প্রশংসা পেতে পারেন। শুভ কর্মে অর্থ ব্যয়। বন্ধু ও সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।

বৃষ : পরিবারের উন্নতির জন্য আপনার প্রচেষ্টা সফল হবে। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক হবে না। সঠিক পরিশ্রমে সুফল আসবে। সম্পত্তিসংক্রান্ত বিনিয়োগে লাভবান হতে পারেন।

মিথুন : কোনো যোগাযোগে উৎসাহিত হবেন। আগের কোনো সমস্যার সমাধানের পথ পাবেন। শুভাকাঙ্ক্ষীর পরামর্শে উপকৃত হবেন। কর্মক্ষেত্রে সাময়িক উদ্বেগ থাকলেও অসুবিধা হবে না। দিনের শেষে ভালো কিছু পেতে পারেন।

কর্কট : অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কারো আশীর্বাদ মনে শান্তি এনে দেবে। কাজে সাময়িক বাধাকে উপেক্ষা করতে হবে। দৃঢ় মনোবলের সঙ্গে কাজ করলে সফলতা পাবেন। বুদ্ধি সঠিক পথে পরিচালিত করুন। সুস্থ থাকুন।

সিংহ : আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। কাজকর্মে আত্মবিশ্বাস বাড়বে। জনপ্রিয়তা অর্জনের সুযোগ আসতে পারে। বন্ধু ও সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। সেরা কাজগুলো গতি পাবে। সম্মান ও যশ বৃদ্ধি পাবে।

কন্যা : কিছুটা মানসিক চাপ থাকতে পারে। ব্যয় বাড়বে। কাজে স্থবিরতা দেখা দিতে পারে। সামান্য ভুলের কারণে জটিলতা দেখা দিতে পারে। বুদ্ধিবলে ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। কাজে কৌশলী হতে হবে। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

তুলা : আয়ের পরিধি বাড়বে। কাজে অন্যের সহযোগিতা পাবেন। প্রিয়জনের স্বাস্থ্যোন্নতিতে মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। নতুন কাজের সুযোগ ও উপার্জন বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা করুন।

বৃশ্চিক : কোনো যোগাযোগ আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। ব্যবসায় আগের তুলনায় লাভজনক হবে। কর্মক্ষেত্র থাকবে উদ্দীপনাপূর্ণ। মানসিক চাপ কিছুটা কমবে। প্রত্যাশা পূরণে তাড়াহুড়া না করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যান।

প্রীতি / প্রীতি