জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার চরাঞ্চল বাসির
কৃষি প্রাণ বৈচিত্র্য সংরক্ষেণে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রাম দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অংশের দাবিদার। আমরা জানি,সাধারণত চরাঞ্চল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনযুদ্ধের অরক্ষিত বসতি রয়েছে। চরাঞ্চল ভৌগলিকভাবে বিচ্ছিন্ন, অনুন্নত যোগাযোগ ব্যাবস্থা ফুলছড়িতে।
ফুলছড়ি উপজেলা ৭৭,৬০০ একর বা ৩১৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত। উপজেলার ০৭ টি ইউনিয়নের মধ্যে এরেন্ডাবাড়ী,ফজলুপুর ও ফুলছড়ি-এ তিনটি ইউনিয়ন সম্পূর্ণভাবে ব্রহ্মপুত্র অববাহিকার চরে অবস্থিত এবং গজারিয়া,উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী ভাংগনের শিকার। বন্যা ও নদী ভাংগনে প্রায় সহস্রাধিক পরিবার সর্বস্ব হারিয়ে ফেলে।বিভিন্ন প্রতিষ্ঠান হয় ক্ষতিগ্রস্থ ও বিলীন। প্রত্যন্ত দূর্গম ও চরাঞ্চল এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা সদরের সাথে মাত্র একটি অপ্রশস্থ ও জরাজীর্ণ পাকা সড়কের সংযোগ রয়েছে। এসব কারণে স্বাভাবিকভাবে এ উপজেলার অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে এবং তাদের জীবনযাত্রার মান নিম্ন। শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকা শিল্প কল-কারখানা না থাকা, বন্যায় ফসল হানি হওয়া এবং আবাদি জমি কম থাকা এ উপজেলার অধিবাসীদের অধিকতর দারিদ্র পীড়িত করে রেখেছে।
অধিকাংশ সময়ে নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হয় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা ৫০ জনের নৌকায় তোলা হয় দ্বিগুণ লোক এতে করে প্রায় দুর্ঘটনা পড়তে হয় যাত্রীদের তারপরও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় বলে অভিযোগ যাত্রীদের।
সিংড়িয়া খেয়া ঘাটের মাঝি জানান, সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে তেলের দাম বৃদ্ধি এতে করে অল্প যাত্রী তুলে তেলের টাকায় উঠে না যে নৌকা কিনে ছিলাম ৪০ হাজার টাকা সে নৌকা এখন ৬০ হাজার টাকাযসবকিছু চিন্তা ভাবনা করেই নিরাপত্তার কথা ভেবে যত কম লোক তোলা যায় আমরা তোলার চেষ্টা করতেছি।
ছোট-বড় দ্বীপচর মিলে ফুলছড়িতে প্রায় অর্ধশতাধিক চর রয়েছে। ফুলছড়ির সঠিক পরিসংখ্যান না থাকলেও গাইবান্ধা জেলায় নৌকা ঘাট রয়েছে ছোট-বড় সবমিলে প্রায় ১১৭ টি প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লক্ষাধিক মানুষ চলাচল করে নৌ-পথে আর ঘাটগুলোতে যাত্রীসেবার মান একেবারেই বেহাল অবস্থা নেই কোনো শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা।
অপরদিকে যাত্রীসেবার মান উন্নয়নে সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মো: অলিউর রহমান। তিনি বলেন, ফুলছড়িসহ জেলার প্রায় সকল ঘাট পরিদর্শন করে যাত্রীসেবার মান উন্নয়নে যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে।
তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা নদীতে ছোট বড় নৌ ঘাটের মাধ্যমে রাজস্ব আয় করলেও যাত্রী সেবার বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied