ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার চরাঞ্চল বাসির


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ২:৪৩
কৃষি প্রাণ বৈচিত্র্য সংরক্ষেণে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রাম দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অংশের দাবিদার। আমরা জানি,সাধারণত চরাঞ্চল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনযুদ্ধের অরক্ষিত বসতি রয়েছে। চরাঞ্চল ভৌগলিকভাবে বিচ্ছিন্ন, অনুন্নত যোগাযোগ ব্যাবস্থা ফুলছড়িতে। 
 
ফুলছড়ি উপজেলা ৭৭,৬০০ একর বা ৩১৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত। উপজেলার ০৭ টি ইউনিয়নের মধ্যে এরেন্ডাবাড়ী,ফজলুপুর ও ফুলছড়ি-এ তিনটি ইউনিয়ন সম্পূর্ণভাবে ব্রহ্মপুত্র অববাহিকার চরে অবস্থিত এবং গজারিয়া,উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকা  নদী ভাংগনের শিকার। বন্যা ও নদী ভাংগনে প্রায় সহস্রাধিক পরিবার সর্বস্ব হারিয়ে ফেলে।বিভিন্ন প্রতিষ্ঠান হয় ক্ষতিগ্রস্থ ও বিলীন। প্রত্যন্ত দূর্গম ও চরাঞ্চল এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা সদরের সাথে মাত্র একটি অপ্রশস্থ ও জরাজীর্ণ পাকা সড়কের সংযোগ রয়েছে। এসব কারণে স্বাভাবিকভাবে এ উপজেলার অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে এবং তাদের জীবনযাত্রার মান নিম্ন। শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকা শিল্প কল-কারখানা না থাকা, বন্যায় ফসল হানি হওয়া এবং আবাদি জমি কম থাকা এ উপজেলার অধিবাসীদের অধিকতর দারিদ্র পীড়িত করে রেখেছে।
 
অধিকাংশ সময়ে নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা হয় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা  ৫০ জনের নৌকায় তোলা হয়  দ্বিগুণ লোক এতে করে  প্রায় দুর্ঘটনা পড়তে হয় যাত্রীদের তারপরও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় বলে অভিযোগ যাত্রীদের।
 
সিংড়িয়া খেয়া ঘাটের মাঝি জানান, সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে তেলের দাম বৃদ্ধি এতে করে অল্প যাত্রী তুলে তেলের টাকায় উঠে না যে নৌকা  কিনে ছিলাম ৪০ হাজার টাকা সে নৌকা এখন ৬০ হাজার টাকাযসবকিছু চিন্তা ভাবনা করেই নিরাপত্তার কথা ভেবে যত কম লোক তোলা যায় আমরা তোলার চেষ্টা করতেছি।
 
ছোট-বড় দ্বীপচর মিলে ফুলছড়িতে প্রায় অর্ধশতাধিক চর রয়েছে। ফুলছড়ির সঠিক পরিসংখ্যান না থাকলেও গাইবান্ধা জেলায় নৌকা ঘাট রয়েছে ছোট-বড় সবমিলে প্রায় ১১৭ টি প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লক্ষাধিক মানুষ চলাচল করে নৌ-পথে আর ঘাটগুলোতে যাত্রীসেবার মান একেবারেই বেহাল অবস্থা নেই কোনো শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা। 
 
অপরদিকে যাত্রীসেবার মান উন্নয়নে সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মো: অলিউর রহমান। তিনি বলেন, ফুলছড়িসহ জেলার প্রায় সকল ঘাট পরিদর্শন করে যাত্রীসেবার মান উন্নয়নে যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে।
 
তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা নদীতে ছোট বড় নৌ ঘাটের মাধ্যমে রাজস্ব আয় করলেও যাত্রী সেবার বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ