হাসপাতালের বারান্দায় নবজাতক নিয়ে পড়ে আছে সদ্য সিজার হওয়া নারী, খোঁজ নেয়ার নেই কেউ
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের বারান্দায় নবজাতক নিয়ে পড়ে আছে সদ্য সিজার হওয়া নারী। ১৫ দিনেও মিলেনি কোনো স্বজনের খোঁজ। ছাড়পত্র দেয়ার পর থেকে পড়ে আছেন হাসপাতালের বারান্দায়। জুটছে না দুমুঠো খাবার ও ওষুধ। এমন করুণ অবস্থা দেখা গেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনহারা ওই নারীর নাম সবিতা রাণী। জেলার বাউফল উপজেলার আলীপুর গ্রামে তার বাড়ি।
সরজমিনে দেখা যায়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় নবজাতক শিশুকে নিয়ে পরে থাকতে দেখা যায় এক নারীকে।প্রসব বেদনা নিয়ে গত ৫ অক্টোবর সে ভর্তি হয়েছিলো হাসপাতালে। পরে ১০ অক্টোবর সিজারের মাধ্যমে তার সন্তান প্রসব হয়। সিজার শেষে সুস্থ হওয়ার পরে হাসপাতাল কতৃপক্ষ ১৭ অক্টোবর ছাড়পত্র দিয়েছে তাকে।
কিন্তু তার কোন স্বজন না থাকায় কেউ বইছেনা তার বোঝা। তাই ছাড়পত্র পাওয়ার পরেও পরে আছে হাসপাতালের বারান্দায়। খেয়ে না খেয়ে নবজাতক শিশুকে নিয়ে মানবেতর দিন কাটছে তার।
সবিতা রাণী দৈনিক সকালের ময়কে জানান, জন্মের পরই তিনি হারিয়েছেন মাকে। বাবা মারা গেছে তাও ১৫ থেকে ১৬ বছর আগে। এরপর ৭ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার প্রথম স্বামী। এর কয়েক বছর পর বিয়ে হয় কুমিল্লার লাকসামের স্বপন দাসের সাথে। গত ৫ মাস আগে সন্তান গর্ভে দিয়ে লাপাত্তা হয়ে যায় সে। এরপর মানুষের বাড়ি কাজ করে চালাতো সংসার।
কিন্তু সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে হাসপাতালে পরে থাকায় এখন আর কোন উপায় নেই তার। অসুস্থ শরীর আর নবজাতক নিয়ে একা যেতে পারছেননা বাড়িতে। তাই পরে আছেন হাসপাতালের বারান্দায়। জুটছেনা ঔষুধ ও খাবার।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের মেডিকেল অফিসার ডা. সেলিনা রহমান দৈনিক সকালের সময়কে জানান, সবিতা রাণীর সিজার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন সুস্থ রয়েছে। আমরা ছাড়পত্র দিয়েছি। এখনতো বেডে থাকার সুযোগ নেই। তাকে ছেড়ে দেয়া হয়েছে। তার কোন স্বজন না থাকায় হাসপাতাল থেকে বাড়ি যেতে পারছেনা।
প্রীতি / জামান
পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন
রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা
বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু