কর্ণফুলীতে সরকারি জায়গা অবৈধ দখল
চট্টগ্রামের কর্ণফলীর বড়উঠান দৌলতপুর এলাকায় সাধারণ মানুষের চলাচলের রাস্তা সরকারি জায়গা জোর পূর্বক অবৈধভাবে দখলের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার উচ্ছেদ করা হলেও প্রভারশালী একটি পরিবার ফের দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মাণের ঘটনায় পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারি রাস্তাটি জোরপূর্বক দখল করে রাখেন হাফেজ ফারুক নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে প্রতিবেশি এস এম ওবায়দুল্লাহসহ কয়েকজন প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে জানায়।
অভিযোগ সূত্রে জানায়, উপজেলা দৌলতপুর এলাকার শেখ ইউসুফ তালুকদারের বাড়ির রাস্তাটি দখল করে রাখেন হাফেজ ফারুক নামের এক ব্যক্তি। এনিয়ে এস এম ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাছে লিখিতভাবে জানায়। সহকারী কমিশনার(ভূমি) ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরীকে জানানোর পর ভূমি অফিসের তৌহিদুল আলমকে নির্দেশ দেন গত ৭ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং সরকারি রাস্তাটি অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করে দেন। ভূমি অফিসের সহকারী তৌহিদুল আলম কাজ শেষ করে অফসে আসার পথে হাফেজ ফারুক ও শুক্কুর নামের এক ব্যক্তি তাদের সামনে ফের দখল করে নিবে বলে জানিয়ে দেন এবং হুমকিও দেন বলে উপস্থিত লোকজনের অভিযোগ। চলাচলের রাস্তাটি খুলে দিয়ে আসার পর পরই হাফেজ ফারুক ফের দখল করে রাস্তার দুপাশ থেকে টিনের সেট দিয়ে ভেতর থেকে ইট দিয়ে পাকা দেওয়াল নির্মাণ করেন।
সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম রাস্তাটি খুলে দেওয়ার পর আবারো চলাচল না করার জন্য বন্ধ করে দেওয়া হলে বিষয়টি ভূমি কর্মকর্তা পিযুষ কুমার চৌধুরীকে জানানো হয় তিনি বিষয়টি নিশ্চিত হয়ে গত ২ অক্টোবর স্থানীয় লোকজন নিয়ে চলাচলের রাস্তাটি সিট ধরে আবারো দেওয়ার ভেঙ্গে দেন।
ঘটনাস্থলে যখন ভূমি কর্মকর্তা পিযুষ কুমার চৌধুরী, সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম, কর্ণফুলী থানা পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে হাফেজ ফারুক জায়গাটি তাদের নিজস্ব জায়গা বলে বারবার দাবি করে আসছে, ভুল তথ্যর ভিত্তি করে প্রশাসন এবং স্থানীয় একটি চক্রের চক্রান্তে থাকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন। প্রতিবেশী এস এম ওবায়দুল্লাহ জানান, আমি ঢাকায় থাকি কিন্ত নিজ বাড়িতে আসি মাঝে মধ্যে আমি আইনকে সম্মান করি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়টি কর্নফুলী উপজেলা ভূমি কর্মকর্তা পিযুষ কুমার চৌধুরী কে জানাই। আমি চলাচল না করার জন্য আমার বাড়ি ভিটা জোরপূর্বক দখল করার জন্য আমাকে এরা বার বার হামলা করেছে। এনিয়ে থানায় অভিযোগ করা হলে হাফেজ ফারুক, শেখ সেলিম, মোহাঃ শুক্কুরসহ তারা আমাকে প্রতিপক্ষ মনে করে আসছে। জোর পূর্বক জায়গা দখলের বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানস স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গদের অভিহিত করা হয়েছে।
গত ২৩ অক্টোবর সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম আবারও শেখ ইউসুফ তালুকদারের বাড়িতে যান দু'পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, এ রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করবেন কোনো প্রকার যেনো রাস্তাটি বন্ধ করা না হয়। যতক্ষণ পর্যন্ত সরকারি সার্ভেয়ার এসে পরিমাপ করে দিবেন না ততদিন পযন্ত রাস্তাটি এভাবে থাকবে এবং রাস্তার উপর এখন কোনো প্রকার কাজ না করার নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত