সাভারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঢাকার সাভার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ধামশনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ভাকর্তা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব আহমেদ ঔ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল আমিন, সাভার মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(ইনটেলিজেন্ট),মো: মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাজেদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো জিল্লুর রহমান রাশেদ,মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জামান, সহকারী সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, টিআই রাশেদুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা ও সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।পরবর্তি উপজেলা বিষয়ক সাধারন সভায় নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম নভেম্বর মাসের যবদলের প্রগ্রাম, স্যানিটেশনের জন সচেতনতা ও সমবায় দিবসের অনুষ্ঠানের বিষয়ে গুরুত্ব সহকারে উপস্হিতির জ্ন্য বলেন।
সভার শুরুতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।
এমএসএম / এমএসএম