৭শ কোটি আত্মসাত করেও পেট্রোবাংলার পরিচালক নুরুল্লাহ
তেল চুরিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পেট্রোবাংলার কোটি কোটি টাকা আত্মসাৎ করার করেও তিনিই এখন পেট্টোবাংলা পরিচালকের (পরিকল্পনা) দায়িত্ব পালন করছেন। তাকে এই পদে আসীন করতে একটি চক্র মোটা অংকের টাকা অবৈধভাবে লেনদেন করেছেন বলে অভিযোগ রয়েছে। আর এধরণের একজন দুর্নীতিবাজ পেট্রোবাংলার এমন গুরুত্বপুর্ণ চেয়ারে বসে প্রতিষ্ঠানটিকে দুর্নীতির আখড়া বানিয়ে সরকারের ১২ টা বাজাবে বলেও বলছেন ওই প্রতিষ্ঠান ও এর অধিনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
জানা যায় একাধিক মামলার আসামি ইঞ্জিনিয়ার আলী ইকবাল মো. নুরুল্লাহ। বর্তমানে তিনি পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তেল চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। আরো একটি মামলা রয়েছে তদন্তাধিন। এয়াড়াও অনিয়মের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছিল মন্ত্রনালয়। সম্প্রতি এমন বির্তকিত ব্যক্তিকে তার দুজন সিনিয়র অফিসারকে বাদ দিয়ে পরিচালক পদে বসানো হয়েছে তাকে।
শুধু তাই নয়, আলী ইকবাল নুরুল্লাহ সরকারি বিরোধী বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলে অফিস স্টাফদের অভিযোগ। এমন ব্যক্তির জন্য সুপারিশ করায় জ্বালানী বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও বইছে সমালোচনার ঝড়। নাম প্রকাশ না করার শর্তে এমন অনেকেই বলছেন এমন একজন চিহ্নিত দুর্নীতিবাজ ব্যক্তিকে কিসের বিনিময়ে, কি যোগ্যতায়, কিসের লোভে? সুপারিশ করা হয়েছে, বিষয়টি তদন্ত করার দাবিও জানিয়েছে অনেকে। অভিযোগ রয়েছে আলী ইকবাল মো. নুরুল্লাহার বিরুদ্ধে সিলেট গ্যাস ফিল্ডের এমডি থাকা অবস্থায় রশিদপুর ফ্রাকশনেশনে ৪০০ ব্যরেল প্ল্যান্ট স্থাপনের সময় ব্যাপক অনিয়ম করেছেন। দুনীতির অভিযোগে দুদকের উপ পরিচালক আবু বকর ছিদ্দিক গত বছরের ২৭ জানুয়ারি (২৭/১/২১) নোটিশ দেন। দুদকের তদন্তে নুরুল্লাহার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে দুদক মামলা করেন, পরে তদন্ত প্রতিবেদন দেন। নুরুল্লার বিরুদ্ধে গত ৫ জুলাই ৫০ লক্ষ টাকার বিনিময়ে এক কর্মচারীকে দিয়ে পেট্টোবাংলা ও খনিজ সম্পদ বিভাগ তার অনিয়ম দুর্নীতির যাবতীয় কাগজ পত্রের ফাইল গায়েব করে ফেলার অভিযোগ রয়েছে। পরে এ অভিযোগ প্রমানিত হয়। পেট্টোবাংলার আওতাধিন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড এর ম্যানেজারের দায়িত্বে থাকা অবস্থায় ৭০০ কোটি টাকার তেল চুরি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদক মামলা করেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত অভিযোগে জানায়, দুদকের একাধিক মামলার অভিযুক্ত আসামি আলী ইকবাল মো. নুরুল্লাহকে ১০ কোটি টাকা লেনদেনের মাধ্যমে অনিয়ম দুনীতি করে অবৈধভাবে তার সিনিয়র আব্দুল মান্নান পাটোয়ারী ও শংকর মজুমদারকে বাদ দিয়ে ৩ নং স্থানে থাকা আলী ইকবাল মো. নুরুল্লাহকে পেট্টোবাংলার পরিচালক পদের জন্য সুপারশি করেন এসএসবি। এসব দুনীতিবাজদের বিরুদ্ধে আইনগত এবং শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে পেট্টোবাংলার মত একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে দিলে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান প্রশ্নবিদ্ধ হবে। উক্ত ব্যক্তি পেট্টোবাংলা পরিচালক পদে বসাতে আপত্তি জানিয়ে আসছে পেট্টোবাংলা এবং অধিনস্থ কোম্পানির সকল কর্মকর্তাদের পক্ষে আলী আজগর। বিষয়টি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিয়ষক উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
সুত্র জানায় আরপিজিসিএল’র মহাব্যবস্থাপক পর্যায়ের একজন জুনিয়র কর্মকর্তা ছিলেন আলী ইকবাল মো. নুরুল্লাহ। জ্যেষ্ঠতা তালিকায় তার অবস্থান ছিল ৩৪ তম, কিন্তু ৩৩জন জ্যেষ্ঠকর্মকর্তাকে ডিঙ্গিয়ে ব্যবস্থাপনা পরিচালক পদের চলতি দায়িত্ব বাগিয়ে নেন। কথিত রয়েছেপেট্রোবাংলার তৎকালীন চেয়ারম্যান রুহুল আমিনের উত্তরা মডেল টাউনের বাড়ি নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করে ব্যবস্থাপনা পরিচালকের পদ বাগিয়ে নেন তিনি।
২০২০ সালে মহাব্যবস্থাপকদের পদোন্নতির ক্ষেত্রের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে প্রমোশন দেওয়া হয়। যোগ্যতা মূল্যায়নে উর্ত্তীর্ণ হওয়া জ্যেষ্ঠ ২জন মহাব্যবস্থাপক ছিলেন মীর আবদুলহান্নান ও মো. ফজলুর রহমান। তাদেরকে বাদ দিয়ে রহস্যজনক কারণে ঊর্ধ্বতনমহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তী ধাপেও অন্যদের ডিঙ্গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
আলী ইকবাল মো. নূরুল্লাহ সম্পূর্ণ অনৈতিকভাবে পেট্রোবাংলার নীতি-নির্ধারণীমূলক পরিচালক (পরিকল্পনা) পদের চলতি দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানীসমূহের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদধারীকর্মকর্তাদের সম্মিলিত জ্যেষ্ঠতার ভিত্তিতে পেট্রোবাংলার পরিচালক পদে নিয়োগ, পদোন্নতিপ্রদান করার কথা। পরিচালক পদে পদোন্নতি প্রদানের জন্য ফিডার পদধারী অর্থাৎপরিচালক পদের একধাপ নীচের পদধারী কর্মকর্তাদের জ্যেষ্ঠতা অন্যতম গুরুত্বপূর্ণ ওবিবেচনাযোগ্য মাপকাঠি। কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি।
রশিদপুর দৈনিক ৪০০০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট স্থাপন (১মসংশোধিত) শীর্ষক প্রকল্পের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক (পত্রনম্বর:০০.০১.০০০০.৫০৩.২৬. ০৩০.১৯-৭২৬৮) তদন্ত করার নির্দেশ দেয়। তদপ্রেক্ষিতেপেট্রোবাংলার কর্তৃক অফিস আদেশে (নম্বর: ২৮.০২.০০০০.০১১.৩৭. ০৫১.১৯.৬৮০) ৩জন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টে আলীইকবাল মো. নূরুল্লাহ দায়ী হওয়া সত্বেও পেট্রোবাংলায় ঘুষ দিয়ে রিপোর্ট ধামাচাপা দিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এব্যপারে জানতে চাইলে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, আসি যেখানেই চাকরি করেছি সেখানেই সততার সহিত দায়িত্ব পালন করেছি। কোন অনিয়মের সাথে আপোষ করিনি, আগামী সোমবার (৭ নভেম্বর) আমি অবসরে যাব, অবসরে গিয়েই আমাকে রিকশায় চলতে হবে। এ পর্যন্ত ব্যাংকে আমার সাড়ে ৪ লাখ টাকা দেনা আছে। আর প্রমোশনের ব্যপারে আমি কোন মন্তব্য করতে পরিনা যেহেতু আমি আবেদনকারী, প্রমোশন আমার অধিকার, আমি পেয়েছি, যদি কেউ অনিয়ম করে দিয়ে থাকে তাহলে তার দায় আমার নয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied