ওএমএসের চাল কিনতে নিম্নআয়ের মানুষের ভিড়
গাইবান্ধার ফুলছড়িতে ওএমএসের ৩০ টাকা কেজি দরের চাল কিনতে প্রতিটি ডিলারের দোকানে নিম্নআয়ের সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চাল কিনতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। যারা পাচ্ছেন তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন।
নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত দাম ও লাগামহীন বাজারে নিম্নআয়ের মানুষের যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে পড়েছে। পাল্লা দিয়ে দিন দিন বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। বাড়তি দামে বেড়েছে চরম অস্বস্তি। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে অনেকটাই বিপাকে মধ্যবিত্ত ও স্বল্পআয়ের খেটে খাওয়া মানুষেরা। বাজারে মোটা চাল যখন ৫২ টাকায় কিনতে হচ্ছে, তখন ৩০ টাকা কেজি দরের ওএমএসের চাল নিম্নবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতেও শুরু হয়েছে ওএমএস কার্যক্রম। যেখানে চালের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা কেজি এবং আটার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ টাকা। সপ্তাহে শুক্র ও শনিবার ব্যতীত ৫ দিন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলবে চাল বিক্রি কার্যক্রম। আর এই চাল ক্রয়ে প্রতিটি ডিলার পয়েন্টে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
চাল ক্রয় করতে আসা দক্ষিণ বুড়াইল এলাকার হামিদুল ইসলাম, হাসমত আলীর সাথে কথা বললে তারা জানান, বর্তমানে বাজারে চালের যে দাম, সেই দামে আমাদের মতো মানুষের কেনার সামর্ধ্য নেই। এক দিনের পারিশ্রমিক দিয়ে চাল কেনা সম্ভব হলেও অন্য কিছু কেনা যায় না। ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পেরে আমরা আনন্দিত। ছেলে সন্তান নিয়ে অনেকটা ভালো আছি।
চাল কিনতে আসা রিপন মিয়া বলেন, আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু চাল শেষ হয়ে গেছে। তাই চাল কিনতে না পেরে ফেরত যাচ্ছি।
ওএমএস ডিলার আবুল কালাম আজাদ বলেন, চাল কিনতে প্রতিদিন ৫ শতাধিক লোক আসে। কিন্তু আমার বরাদ্দ ১ মেট্রিক টন, যা ২০০ জনকে দেয়া যায়। তাই চাল না পেয়ে বাকিরা ফিরে যান। শুরুতে ২ মেট্রিক টন করে বরাদ্দ দেয়া হতো, এখন বরাদ্দ কমিয়ে ১ মেট্রিক টন করা হয়েছে।
তিনি আরো বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করলে ভালো হতো।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বরাদ্দ বৃদ্ধির জন্য চেষ্টা করব।
এমএসএম / জামান
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied