নিয়োগ বাণিজ্য করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

নিয়োগ বাণিজ্য করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে সদ্য এমপিও ঘোষিত গাইবান্ধার ফুলছড়ির উদাখালী মডেল কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতির কলেজ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও সুনাম ক্ষুণ্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজের অধ্যক্ষ এনামুল হক।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, ২০০৪ সালের ১৪ অক্টোবর নিয়োগপ্রাপ্ত হয়ে ১৬ অক্টোবর উদাখালী মডেল কলেজে ইসলামের ইতিহাস (প্রভাষক) পদে যোগদান করি। পরে ওই কলেজের সাবেক অধ্যক্ষ ফিরোজ কবির বিভিন্ন অনিয়ম করলে তা প্রমাণিত হয়। তিনি স্বেচ্ছায় ২০১৪ সালের ২ জুন অব্যাহতি নেন। পরে কলেজের গভর্নিং বডি আমাকে ২০১৪ সালের ২০ নভেম্বর অধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করে।
পরে ২০২২ সালে ৬ জুলাই কলেজটি এমপিওভুক্তির আওতায় আসে। কলেজটি এমপিওভুক্ত হওয়ার পর সাবেক অধ্যক্ষ ফিরোজ কবির ও সাবেক সভাপতি রিপন তালুকদার পরস্পর যোগসাজশে বিভিন্ন পদে অবৈধভাবে লোক নিয়োগের জন্য চাপ সৃষ্টি করেন। কলেজের বাংলা প্রভাষক পদে একেএম শামসুজ্জোহা ২০০০ সালের ৭ মে যোগদান করেন। পরবর্তীতে তিনি সরকারি চাকরি পেলে সেখানে চলে যান। কিন্তু সদ্য সাবেক সভাপতি রিপন তালুকদার ও সাবেক অধ্যক্ষ ফিরোজ কবির যোগসাজশে রেজুলেশন কাটাকাটি করে একেএম শামসুজ্জোহার শূন্যপদে সানাউর রহমানকে অন্তর্ভুক্ত করার জন্য চাপ সৃষ্টি করেন। রেগুলেশনে একেএম শামসুজ্জোহার স্থলে সানাউর রহমানকে অন্তর্ভুক্ত করাসহ কয়েকজন কর্মচারীর অবৈধ নিয়োগ প্রদানে অসম্মতি জানালে সদ্য সাবেক সভাপতি রিপন তালুকদার ঈর্ষান্বিত হয়ে কমিটির অন্য সদস্যগণ ছাড়াই রেজুলেশন ব্যতীত এককভাবে আমাকে সাময়িক বরখাস্ত করেন, যা আইনের পরিপন্থী।
তিনি আরো বলেন, এ বিষয়ে আমি গত ২৪ অক্টোবর স্থানীয় পত্রিকার প্রতিবাদ জানাই । পরে আমাকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উদাখালী মডেল কলেজের বিগত অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এসএম মামরুদ হাসান, প্রভাষক ছাইদুর রহমান, আমিনুর রহমান, রুহুল আমিন, কবির হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা
Link Copied