ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নবীনদের পদচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৪:২৬
বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সদ্য ভর্তিযুদ্ধ শেষ হয়েছে৷ হাজার হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে নিজের আসন দখল করে নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবীরা। চোখে-মুখে আবেগ, উৎকণ্ঠা ও আনন্দ ফুটে উঠছে। বাবা-মায়ের একরাশ স্বপ্ন নিয়ে মতিহারের এই সবুজ ক্যাম্পাসে পা রেখেছে নবাগত শিক্ষার্থীরা। 
 
আজ বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। নিজ নিজ বিভাগ, জেলা সমিতি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন থেকে বরণ করে নিচ্ছে তাদের। সব কিছু মিলিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। 
 
আড্ডা-গান, বন্ধু ও বড়দের সঙ্গে পরিচয়ে যেন ব্যস্ত সময় পার করছেন এ নবীনদল। বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর, বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, আমতলাসহ ক্যাম্পাসের প্রতিটি অঙ্গণ আজ মেতে উঠেছে। ছেলে-মেয়েদের স্বপ্নের বিদ্যাপীঠ দেখতে নবীনদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকরাও। 
 
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আজ ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে দিয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে। শিক্ষকরা নবীনদের ফুল, কলম ও বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানান। এসময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের নানা পরামর্শও দেন। 
 
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কথা হয় একাউন্টিং বিভাগের নবীন শিক্ষার্থী মৃদুলের সাথে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তিনি বলেন, করোনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন বার বার ভেঙ্গেছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে খুব আনন্দ লাগছে।
 
বিন্তী। ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে বিভাগে বরণ করে নেওয়ায় আমি খুবই আনন্দিত। যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
 
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্নে মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও আজ প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে ৬৮ বছরের পুরনো এ বিদ্যাপীঠে। বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদের অধীনে ৫৯টি বিভাগ রয়েছে। বর্তমানে শিক্ষক সংখ্যা প্রায় ১ হাজার ২০০। 

এমএসএম / জামান

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি