ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

শিক্ষার পাশাপাশি দক্ষ কারিগর হলে মানুষ সম্পদে পরিনত হবে-মেয়র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১১:৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দেয়া না গেলে তারা দেশর সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হবে। নতুন নেতৃত্ব গঠনে দেশও পিছিয়ে পড়বে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাঁথা মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পুথিগত শিক্ষায় শিক্ষত করলে হবে না। সুশিক্ষিত জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধের জ্ঞানের উপর গুরুত্ব দিয়ে। তথ্যপ্রযুক্তির এই যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দক্ষ ও কারিগরি শিক্ষার মাধ্যমে প্রকৃত মানব সম্পদে পরিনত করতে হবে। মঙ্গলবার কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের বিদায় সম্বর্ধনা, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, প্রধান শিক্ষা কর্মকর্তা বেগম লুৎফুন নাহার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. এয়াকুব, শিক্ষার্থী তাসফিয়া তাজনিন অহি। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কাপাস গোলা কলেজের অধ্যক্ষ নুর বেগম, পরিচালনা কমিটির সদস্য নাছির তালুকদার, কুলগাঁ স্কুলের প্রধান শিক্ষক শুধাংসু বিকাশ কর স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজী নরুল আলম, মো. ইকবাল, মোস্তাক আহমদ, হাজী ইব্রাহীম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আমিরুল হক খান। 
মেয়র বলেন, যে জাতি নিজ দেশের সঠিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানেনা, সেই জাতি কখনো উন্নতি করতে পারেন না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে ভাবমুর্তি রক্ষায় অধ্যয়নে তোমাদের মনোযোগি ও পরিশ্রমী হতে হবে। পারিবারিক অনুশাসন ও ধর্মীয় রীতিনীতি মেনে চললে নিজেকে সৎ, আদর্শবান ও আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

সভাপতির বক্তব্য প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নিশ্চিত করার জন্য কলেজ পরিচালনা পরিষদকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষাকে বাণিজ্যিকি করণ করার মানসিকতা পরিহার করতে হবে। কলেজ ভবন তৈরী, বাউন্ডারি দেয়াল ও খেলার মাঠের সংস্কারের ব্যাপারে যে দাবী উত্থাপন করে হয়েছে তা শিক্ষা মন্ত্রনালয়ের ফ্যাসেলিটিস বিভাগের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করার জন্য কলেজ পরিচালনা কমিটিকে তিনি পরামর্শ প্রদান করেন। 

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানে শুরুতে জাতীয় পতাকা ও কলেজ পতেকা উত্তোলন করে অনুষ্ঠানে উদ্বোধন করে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং কলেজে মুজিব কর্নারেরও উদ্বোধন করেন। 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার