ধামরাইয়ে কলেজ শিক্ষকের বিরুদ্ধে অর্ধশতাধিক শিক্ষার্থীর সমকামিতার অভিযোগ

ঢাকার ধামরাইয়ে অর্ধশতাধিক ছাত্রের সাথে সমকামিতা ও অনৈতিক কার্যকালাপের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. আমিনুল ইসলাম তিনি ধামরাইয়ের ভালুম আতাউর রহমান ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের জেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায় অভিযুক্ত আমিনুল বিভিন্ন সময়ে কলেজটির প্রায় পঞ্চাশোর্ধ সাবেক এবং বর্তমান ছাত্রের সাথে পরিক্ষায় অকৃতকার্য করানো, পরিক্ষার অনুমতি প্রদান না করাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সমকামিতা ও অনৈতিক কার্যকলাপে জড়িত হতে বাধ্য করতেন। তার এই অসদাচরণের বিরুদ্ধে ইতিমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
সেই অভিযোগের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটির আহবায়ক অত্র কলেজের শিক্ষক হাবিবুর রহমান জানান ঢাকা মেইলকে জানান, ভুক্তভোগী ৫০/৬০ ছাত্রের মধ্য থেকে ৩০ জনের (সাবেক ও বর্তমান) সাক্ষাৎকার নিয়েছেন এই সাক্ষাৎকারে দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত আমিনুল ইসলাম বিগত কয়েক বছর যাবৎ সমকামিতাযােগ্য কার্যকলাপে লিপ্ত আছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার কথা বলে এবং অনুচিত প্রভাব বিস্তার করে ছাত্রদেরকে কাছে টানেন। অতপর তিনি তাদেরকে জোরপূর্বক সমকামিতা পর্যায়ের কার্যকলাপে অংশ নিতে বাধ্য করেন এবং সমকামিতায় উৎসাহিত করেন। কোন ছাত্র এধরনের কার্যকলাপের সাহায্য না করলে বা রাজি না হলে তার ভূগোেল ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোের কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন।
এ ব্যাপারে সৈকত (ছদ্মনাম) নামে কলেজটির মানবিক বিভাগের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ঢাকা মেইলকে জানায়, আমিনুল স্যার আমাকে ক্লাসরুম থেকে কন্ট্রোলরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক আমার গুপ্তঅঙ্গে হাত দেয় এবং আমার গুপ্তঅঙ্গে মুখ লাগায়। আমি এতে আপত্তি জানালে আমাকে পরিক্ষা দিতে দিবেনা বলে ভয়ভীতি দেখায়।
শৈবাল (ছদ্মনাম) নামে কলেজের এক প্রাক্তন শিক্ষার্থী জানায়, স্যার আমাকে হাত ধরে ফাকা রুমে নিয়ে গুপ্তঅঙ্গে হাত দিতেন। রাতে ভিডিও কলে আমাকে উলঙ্গ ছবি দিতে চাপ প্রয়োগ করতেন। এ ব্যাপারে আমি কলেজের আরো দুই শিক্ষকের কাছে বিচায় দিয়েছিলাম কিন্তু তারা কোন প্রতিকার করেনি।
সজিব (ছদ্মনাম) নামে কলেজের বিএম শাখার এক শিক্ষার্থী জানায়, একরুম থেকে অন্যরুমে আলমারি স্থানান্তর করার সময় আমিনুল স্যার আমার গুপ্তঅঙ্গে স্বজোরে চাপ দেয় এবং আমাকে অশ্লীল কথা বলে। এ ঘটনায় ব্যাথায় আমি কয়েকদিন ক্লাশে উপস্থিত হতে পারিনি।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিমি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দিয়ে নাম্বারটি বন্ধ করে দেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ্ মাইন উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমাদের কাছে শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছেন আমরা এ ব্যাপারে তদন্ত কমিটির রিপোর্ট ইউএনও মহোদয়কে প্রেরণ করেছি। বর্তমানে অভিযুক্ত শিক্ষককে কলেজে আসতে বারন করা হয়েছে। এ বিষয়ে এতদিন কেন কোন পদক্ষেপ নেয়া হয়নি এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছি। সপ্তাহ খানেকের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে।
এমএসএম / এমএসএম

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত

পাঁচবিবিতে সুবিধাভোগীরা পেলেন হুইল চেয়ার

ফটিকছড়িতে চোর সন্দেহ নিহত মাহিনের পরিবারের পাশে শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

চৌগাছা সদর ও সিংহঝুলী ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

বোদায় জালিয়াতি করে এনআইডি করায় ২ভারতীয়, ইউপি চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

অতিতে দৃশ্যমান শক্তির সাথে যুদ্ধ করেছি আর এখন অদৃশ্যমান এর সাথে যুদ্ধ করছিঃ কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

জয়পুরহাটে ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবেঃ গণশিক্ষা উপদেষ্টা

উন্নয়নহীন ১২ হাজার মানুষের জীবনযুদ্ধ: বড়লেখায় এক অবহেলিত পাহাড়ি জনপদের নাম 'বোবারথল'
