আইনজীবীর সাথে অসৌজন্যমূলক আচরণ
চট্টগ্রাম যুগ্ম-আদালতের পেশকারসহ সকল স্টাফ প্রত্যাহার
চট্টগ্রাম আদালতে এক আইনজীবীর সাথে অসৌজন্য মূলক আচরণ ও অপ্রীতিকর ঘটনার জেরে ১ম যুগ্ম জেলা জজ আদালতের এজলাসে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ আইনজীবিরা। পরে ওই আদালতের পেশকার সহ সকল স্টাফ কে তাৎক্ষণিক প্রত্যাহার করে আদালত অঙ্গনের অনাকাঙ্ক্ষিত পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে আদালত।
আদালতের সংশিষ্ট সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম আদালতের আইনজীবী মনজুর আলম একটি মামলার নথি দেখার জন্য ১ম যুগ্ম জেলা জজ আদালতে যায়, আদালতে দায়িত্বরত পেশকার ( বেঞ্চ সহকারী) সাইফুদ্দিন পারভেজ নথি দেখানোর জন্য টাকা দাবী করে, আইনজীবী মনজুর টাকা দিতে অস্বীকৃতি জানালে পেশকার পারভেজ সহ ওই আদালতে দায়িত্বে থাকা কর্মচারীরা আইনজীবীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং আইনজীবীদের নিয়ে বিভিন্ন কটুক্তি মূলক কথা বলে, এতে আইনজীবী মনজুর প্রতিবাদ করলে উভয় পক্ষ কথা-কাটাকাটির এক পর্যায়ে পেশকার- পিয়ন রহিম, সুমন মিলে আইনজীবী উপর হামলা করলে তিনি আহত হয়।
এ ঘটনা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পইজে পোস্ট করলে সাধারণ আইনজীবীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। এর পরদিন শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকায় আজ ৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় বিক্ষুব্ধ আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে ঘটনার প্রতিবাদে প্রথম যুগ্ম-জেলা জজ আদালতের সামনে অবস্থান নেন এবং আদালতের এজলাসে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে ছুটে আসেন জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচএম জিয়া উদ্দীন, জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ আইনজীবী নেতৃবৃন্দ। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার নজরে আনেন তারা।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক পেশকার (বেঞ্চ সহকারী) সাইফুদ্দিন পারভেজসহ ওই আদালতে দায়িত্বে থাকা সংশিষ্ট সবাইকে প্রত্যাহার এবং বিভাগীয় মামলার ঘোষণা দিলে জেলা আইনজীবী সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম আদালতের জাগ্রত আইনজীবী পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট টি আর খান বলেন, চট্টগ্রাম আদালতের পেশকার (বেঞ্চ সহকারী), সেরেস্তাদার, উমেদারসহ সংশ্লিষ্ট কর্মচারীদের হাতে আইনজীবীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। কোনো নথি দেখতে গেলে, হাজিরা, সময়ের দরখাস্ত দিলে, বেইল বন্ড জমা দিলে, হাইকোর্টের বেইল কনফার্ম করতে গেলে আইনজীবীদের কাছ থেকে দাবি করা হয় টাকা। টাকা না দিলে করা হয় হয়রানি, শুনতে হয় কটূক্তিসহ নানা অপমান জনক কথা। এসব আর চলতে দেয়া যায় না।
এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম বলেন, প্রথম যুগ্ম-জেলা জজ আদালতে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ আইনজীবীরা আদালতের এজলাসে তালা ঝুলিয়ে দিয়েছেন। পরে সমিতির নেতৃবৃন্দের মধ্যস্হতায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার তাৎক্ষণিক নির্দেশে বেঞ্চ সহকারীসহ সংশ্লিষ্ট সকল স্টাফকে প্রত্যাহার ও বিভাগীয় মামলার ঘোষণায় পরিস্থিতি শান্ত হয়।
এমএসএম / জামান
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম
তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
Link Copied