ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সকলের সহযোগিতায় ব্রেইন টিউমারে আক্রান্ত সেই নাজমুলের অপারেশন সম্পন্ন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১১:১
সকলের সহযোগিতায় অবশেষে ব্রেইন টিউমারে আক্রান্ত দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ান গড় গ্রামের দিনমজুর পরিবারের সন্তান ১৮ বছরের সেই স্কুল ছাত্র নাজমুলের অপারেশন করা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.অসিত চন্দ্র সরকারের তত্বাবধানে নিউরোসার্জনদের একটি টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় ৬ ঘন্টা সময় ব্যয় করে এই অপারেশনটি সম্পন্ন করেন।
 
এ টিমের অন্যতম প্রধান ছিলেন খানসামা উপজেলার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.নারায়ন চন্দ্র রায় জয়।এছাড়াও সহযোগী হিসেবে টিমে ডা.উজ্জ্বল সাধুখা,ডা.রথিন হালদার,ডা.সামির রেজওয়ান প্রমূখ ছিলেন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.নারায়ন চন্দ্র রায় জয় বলেন,ব্রেইন টিউমারের একমাত্র চিকিৎসা অপারেশন এবং প্রয়োজন এ অপারেশন পরবর্তী রেডিওথেরাপি এবং কেমোথেরাপি।জানা যায়, নাজমুলের বাবা ছিল একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করেই কোনমতে চলে তার ৭ সদস্য বিশিষ্ট পরিবার। টাকার অভাবে ব্রেইন টিউমারে আক্রান্ত ছেলের চিকিৎসা করাতে পারছিলেন না কিন্তু ছেলেকে বাঁচাতে চেষ্টার কখনোই কোন ত্রুটি রাখেন নি তিনি। ছেলেকে বাঁচানোর জন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেন। সেগুলো সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুক, অনলাইন ও প্রিন্ট মিডিয়াসহ জাতীয় দৈনিকে নাজমুলকে নিয়ে চলে একের পর এক প্রতিবেদন। সেগুলো দেখে অনেকেই বিভিন্নভাবে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য তার পরিবার তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
 
নাজমুলের বাবা এলাহী বকস বলেন, আমার ছেলেকে বাঁচাতে যারা বিভিন্নভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবারে প্রতি আমার কৃতজ্ঞতা রইল, এবং যেসকল অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকগণ সুন্দরভাবে আমার ছেলের জটিল অপারেশন সম্পন্ন করেছেন বিশেষ করে হামার খানসামা উপজেলার ছেলে ডা.নারায়ন চন্দ্র রায় জয় সে আমার ছেলের চিকিৎসার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে আরো অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার হিসেবে দেশের সর্বত্র পরিচিতি লাভ করে আমার মতো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন।আর আমার ছেলে নাজমুলের জন্য এখনও সবার কাছে দোয়া কামনা চাচ্ছি সে যেন দ্রুত সুস্থ্য হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে।

এমএসএম / এমএসএম

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন