ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মান্দায় কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১২:৩২

নওগাঁর মান্দায় বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে অনেক কৃষক। বেশ কিছুদিন ধরে আমন ধান ক্ষেতে এ পোকা ছড়িয়ে পড়েছে। এতে অনেক জমির ধান পোকার আক্রমণে  শুকিয়ে খড় হতে দেখাগেছে। আবার অনেকের ধান ক্ষেতে নতুন করে আক্রমন শুরু করেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে উপজেলার কৃষকরা। এ পোকার আক্রমণে চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে কৃষকদের এই আপদকালীন সময়ে কৃষি কর্মকর্তারা পোকার আক্রমণ রোধে বা ধান রক্ষার্থে কোন পরামর্শ দিচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকরা। যদিও উপজেলা কৃষি অফিস বলছে, কারেন্ট পোকার আক্রমণ হলেও তা নিয়ন্ত্রনে আছে। ফলে ধানের ফলনে কোন সমস্যা হবে না। এই পোকার আক্রমণে দু’এক দিনের মধ্যে তা দ্রুত মাঠের পর মাঠ ছড়িয়ে পড়ে। 

সরেজমিনে উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা গ্রামে গেলে, কৃষক মকছেদ আলীর প্রায় ৩ বিঘা জমির ধান পোকার আক্রমণে মরে যেতে দেখাগেছে, ওই গ্রামে কৃষক সবুজ অন্যের জমি আদি নিয়ে ১০ কাটা ধান করেছেন। সেই জমির ধানও পোকার আক্রমনে শেষ হয়ে গেছে।  দুর্গাপুর গ্রামের আলতাব তিন সদস্যের পরিবার নিয়ে বাস করেন। তার সম্বল ১ বিঘা জমি।সেই জমির ধানও কারেন্ট পোকার আক্রমণে মরে গেছে। দুর্গাপুর গ্রামের আছের আলী তারও ১০ কাটা জমির ধান মরে গেছে। মাঠ জুড়ে এমন অসংখ্য ধান ক্ষেত মরে যেতে দেখা যায়। উপজেলা অন্য ইউনিয়নগুলোতেও একই চিত্র দেখা গেছে। 

কৃষকরা আরো জানান, চলতি মৌসুমে তারা উন্নত জাতের বীজ সংগ্রহ করে ধান চাষ করেছিলেন। সঠিক পরিচর্যা ও রোগ বালাই দমনে বিভিন্ন কোম্পানীর কীটনাশক ব্যবহার করেন আমন ধান ক্ষেতে। বর্তমানে ধান গাছে শীষ আসতে শুরু করেছে। কোন কোন ক্ষেতে ধানের শীষ বের হয়েছে। আবার কিছু কিছু জমিতে ধান পাকা ধরেছে। পোকার এমন আক্রামনে সঠিক পাননি কৃষি কর্মকর্তাদের নিকট থেকে স্থানীয় কৃষকেরা। পরামর্শ না পেয়ে দোকানদারের কথা মত আরডিএল  কোম্পানীর মত কীটনাশক প্রয়োগ করে সর্বশান্ত হয়েছেন কৃষকেরা। সচেতন ব্যক্তিরা বলছেন, পোকার আক্রমন রোধ করা না গেলে ধানের  উৎপাদন লক্ষ্যমাত্রা কমবে।

মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা গ্রামের কৃষক মকছেদ আলী (৫৫) বলেন, আমার প্রায় ৩বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে । এখনো কোন কৃষি কর্মকর্তা এলাকায় আসেনি। পোকার আক্রমণ থেকে ধান রক্ষার্থে কোন পরামর্শ পায়নি আমরা। ফসল রক্ষায় আমি নিরুপায় হয়ে দোকানদারের পরামর্শে বিভিন্ন কম্পানির কীটনাশক জমিতে দিয়ে কোন লাভ হয়নি। এছাড়াও বাইস্কোপ দেখিয়ে লকডাউন ব্যবহার করতে বলছে একটি কোম্পানি। কিন্তুকোন কাজ হয়নি।

এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এই সময় পোকার আক্রমণ একটু  বাড়ে। তবে আমরা শুরু থেকে গ্রামে গ্রামে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে কৃষকদের সচেতন করার চেষ্টা করেছি। কারেন্ট পোকার আক্রমণ বেশি হলেও তা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি।

এমএসএম / এমএসএম

রাজশাহী ১ তানোর- গোদাগাড়ীতে বিএনপিতে দ্বন্দ্ব, ভোটের প্রস্তুতি শেষ জামায়াতের

কুমিল্লায় মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি: নতুন শনাক্ত ১২, হাসপাতালে ভর্তি ৫২ জন

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার

রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা

বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩

মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত