চিড়িয়াখানায় ব্যাপক অনিয়ম
চট্টগ্রাম চিড়িয়াখানায় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেট প্রাণির খাবার ক্রয়, চিড়িয়াখানায় উন্নয়ন কর্মকান্ড, চিকিৎসার খরচ, ঔষধের ভুয়া বিল বানিয়ে বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতি করে সামান্য বেতনে চাকরি করলেও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বেলভিউ আবাসিকে জায়গা কিনে বাড়ি করা এবং পরিচ্ছন্ন কর্মী সুমন ও মাহিন নামের দুইজন চাকুরীতে যোগদানের অল্প সময়ের মধ্যে সীতাকুন্ডে ১ কোটি ২০ লাখ টাকায় জায়গা কিনে বাড়ি করার খবর পাওয়া গেছে। তাদের অবৈধ সম্পদ এবং ব্যাংক হিসাব দুদক তদন্ত করলে অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে।
অনুসুন্ধানে জানা গেছে, ১৯৮৯ সালের দিকে চট্টগ্রামে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। চট্টগ্রাম চিড়িয়াখানায় ডেপুটি কিউরেটর হিসেবে দায়িত্বে ছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডা. মনজুর মোরশেদ চৌধুরী নামের একজন প্রাণী চিকিৎসক। ২০১৩ সালের দিকে চিকিৎসার জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় ডা. শাহদাত হোসেন শুভকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে যান। এতে ডা. শাহদাত হোসেন শুভকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৭ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করে। ডা. মনজুর মোরশেদ চিকিৎসা শেষে সুস্থ হয়ে চাকুরীতে যোগদান করতে গেলে তাকে বাঁধা দেয় শাহদাত হোসেন শুভ। অবৈধভাবে চেয়ার ধরে রাখেন। তৎসময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ষড়যন্ত্র করে সুস্থ হওয়ার পরও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে যোগদান করতে দেয়নি। ডা. মোরশেদ মোরশেদ চৌধুরীর পক্ষে চট্টগ্রামের ৪/৫ জন এমপি মন্ত্রী সুপারশি করলেও ডা. শাহাদত হাসেন শুভর অশুভ কান্ডে চট্টগ্রামের এমপি মন্ত্রীদের নির্দেশ পর্যন্ত অমান্য করে অবৈধভাবে চেয়ার দখলে রাখেন। ২০১৪ সালে চিড়িয়াখানা ৭ হাজার টাকা বেতন নিয়োগ পেয়ে বর্তমানে অবৈধভাবে প্রায় ৭৫/৮০ হাজার টাকা মাসিক বেতন উত্তোলন করে আসছে।
২০১৮ সালের দিকে চিড়িয়াখানায় কয়েকজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করার অভিযোগ রয়েছে। নিয়োগ প্রাপ্তদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম জেলার বাইরে। চিড়িয়াখানা যে কোন কিছু ক্রয় বিক্রয় উন্নয়ন করতে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, আনসার জেলা কমান্ডার, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তাসহ কয়েকজনের সমন্বয়ে কমিটি থাকলেও উক্ত কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে অবৈধভাবে প্রতিদিন কাঁচামাল, মাংস ক্রয়ে ভুয়া বিল দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ডা. শাহদাত হোসেন শুভ দায়িত্ব পাওযার পর থেকে গত ৪/৫ বছরে কোন ধরণের মিটিং পর্যন্ত হয়নি। নিয়মিত মিটিং না হওয়ার সুযোগে চিড়িয়াখানায় ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহদাত হোসেন শুভ, পরিচ্ছন্ন কর্মী মাহিন, সুমন, আকিব, আলমগীর, রবিনসহ সিন্ডিকেট করে যাবতীয় কার্যক্রম তাদের মাধ্যমে করা হচ্ছে। সিন্ডিকেটের সদস্যরা একেকজন কয়েক কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। প্রতি মাসে ৪৫ থেকে ৫০ লাখ টাকার টিকেট বিক্রি করে আয় হলেও ব্যায় হয় ২০/২২ লাখ টাকা।
ডা. শাহদাত হোসেন শুভ জেলা প্রশাসেকর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সুমন আর মাহিন মিলে অল্প সময়ের মধ্যে ১ কোটি ২০ লাখ টাকায় সীতাকুন্ডে জায়গা কিনে নেয়ার তথ্য পাওয়া গেছে। সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করার কারণে চিড়িয়াখানার স্টোর কিপার আবুল বশর স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। অনিয়ম দুর্নীতির বিষয়ে চিড়িয়াখানার পরিচ্ছন্ন কর্মী মোহাম্মদ মাহিন ১ কোটি ২০ লাখ টাকা দিয়ে জায়গা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমি তো চতুর্থ শ্রেণির কর্মচারী মাত্র, বড় স্যারের আরও বড় অনিয়ম দুর্নীতি আছে এগুলো বাদ দিয়ে আমার বিরুদ্ধে কেন অভিযোগ। আমি তো মাত্র উনার নির্দেশ পালন করি। বিভিন্ন উন্নয়ন কাজের নামে প্রতিমাসে লাখ লাখ টাকা অনিয়ম হচ্ছে এগুলো নিয়েও নিউজ করার অনুরোধ জানান।
অনিয়ম দুর্নীতির প্রসঙ্গে চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহদাত হোসেন শুভ বলেন, এখানো আয় ব্যায় সব জেলা প্রশাসকের নির্দেশে কমিটির অনুমোদন নিয়ে করা হচ্ছে, মিটিং কখন হয়েছে জানত চাইলে চলতি বছরে এখন পর্যন্ত কোন মিটিং হয়নি বলে স্বীকার করেন, অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে তিনি তথ্য থাকলে নিউজ করে দিতে বলেন। অনেক বড় বড় টিভি ও পত্রিকার সাংবাদিক তার টেবিলে এসে সারাদিন বসে থেকে সন্ধ্যায় যান বলেও এক ধরণের ভয় দেখিয়ে কথা বলেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত