বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম
সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের কালীনগরের হারাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়ার ছোট ভাই রনিকে (২৫) বাড়ি থেকে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় স্থানীয় বখাটে রুহুল । এসময় পূর্ব শক্রুতার জের ধরে রুহুল, ইমন, ফয়সাল ও জাহিদ তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে জখম করে মৃত ভেবে পালিয়ে যায়।পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাভার চামড়া শিল্প নগরী ট্যানারির উপ-পরিদর্শক (এসআই) সায়েদ আলী বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।উল্লেখ্য, গত এক সপ্তাহে সাভার ও আশুলিয়া পূর্ব শক্রুতার জের ধরে প্রায় চারজন ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
এমএসএম / এমএসএম