ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

গণজোয়ার বাধাগ্রাস্থ করতে সরকার গ্রেফতারের পথ বেছে নিয়েছে: বক্কর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১১-২০২২ রাত ৯:১৯
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন,  জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ, তাদের সঙ্গে জনগণ নেই। তাই জনগণকে সঙ্গে নিয়ে তাদের কিছু করার ক্ষমতাও নেই। সারাদেশে বিএনপির নেতৃত্বে সরকার বিরোধী যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা বাধাগ্রাস্থ করতে সরকার নেতা-কর্মীদের পথ বেছে নিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে মহিলা দলের সাধারন সম্পাদক সুলতানা আহমদ সহ সিনিয়র নেতাকর্মীদের গ্রেফতার করে জণজোয়ার ঠেকানোর চেষ্টা করছে। সন্ত্রাস ও গ্রেফতারের ভয় দেখিয়ে কোন লাভ হবে। বিএনপির নেতাকর্মীরা মামলা,হামলা ও গ্রেফতারকে ভয় পায়না। সরকারের জলুম নির্যাতন সহ্য করতে করতে সবাই খাটি সোনায় পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অবৈধ অগনতান্ত্রিক, লুটেরার সরকারের পতন নিশ্চিৎ না করে ঘরে ফিরে যাবেনা। এই সরকার গ্রেফতার, সন্ত্রাস, সভা সমাবেশে যত বাধা দিতে আন্দোলন তত বেগবনা হবে।
তিনি রোববার (১৩ নভেম্বর) বেলা ১১ টায়, নগরীর নূর আহমদ সড়কে, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সুলতানা আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর মহিলা দল আয়োজত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
 
তিনি বলেন, দ্রব্যমূল্যের উদ্ধোগতির ফলে দেশের মানুষ আজ দিশেহারা। সবকিছু সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বহিরে। সরকার দুর্ণীতি দুঃশাসন, লুটপাটের মাধ্যামে দেশেকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। বিএনপি জনগনকে সাথে নিয়ে এই দুর্ণীতিবাজ লুটেরার সরকারের পতন করে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যখনই সিদ্ধান্ত নিয়েছে তখনই জয়ী হয়েছে। এখন একদিকে বাংলাদেশের মানুষ, অন্যদিকে ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপিও সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচনে যাবে না। বরং গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তাই এটাকে দমন করার শক্তি কারও নাই।
 
চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক জেলী চৌধুরী পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী খালেদা বোরহান, মারিয়া সেলিম, সখিনা বেগম, কামরুন নাহার লিজা, জাহানারা বেগম, নারগিস আক্তার, জুলেখা বেগম জুলি, পারভীন আক্তার ফারহানা(রোজা), নূর জাহান বেগম নূপুর, কামরুন নেছা, শামসুন নাহার, ফরিদা ইয়াসমিন, এড.আশরাফি বিনতে মোতালেব, এড.অয়েশা আক্তার সানজি, জুলেখা বেগম জুলি, আফরোজা আক্তার, রিনা বেগম, শামীমা আক্তার, রোজী আকতার, ইয়াছমিন আকতার, পারভীন আকতার, নাছিমা আকতার,আয়েশা আকতার, তিসা আকতার প্রমূখ।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার