ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় ইউআরএইচএস বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে 'বাণিজ্যের' অভিযোগে মামলা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১:৩৯
পাইকগাছা উপজেলার হরিঢালীর উলুডাঙ্গা, রহিমপুর, সোনাতনকাটি, হরিদাসকাটি (ইউআরএইচএস) উচ্চ বিদ্যালয়ে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। এতে নৈশপ্রহরী পদে ৭ লাখ টাকা দিয়েও চাকরি না পেয়ে নিয়োগ বোর্ডের এক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মো. মোক্তার হোসেন নামে এক নিয়োগপ্রার্থী।
 
মামলার এজাহারে নিয়োগ বোর্ডের সদস্য সচিব ও প্রধান শিক্ষক উত্তম কুমার দাসের নাম উল্লেখ করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, যার নং সিআর-১২৬৯। আদালত মামলাটি পিবিআই খুলনাকে তদন্তের নির্দেশ দিয়েছে। এতে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় একাধিক প্রার্থীর কাছ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়।
 
তবে ওই বিদ্যালয়ের নিয়োগ কমিটির দাবি, কোন প্রার্থীর সাথে আর্থিক কোনো লেনদেন করা হয়নি। বরং মেধার ভিত্তিতে শিক্ষক ও কর্মচারী মিলে সর্বমোট ৫টি পদে ৫ জনকে নিয়োগ দেয়া করা হয়েছে।
 
প্রসঙ্গত, ইউআরএইচএস উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী মিলে সর্বমোট ৫টি পদ শূন্য হওয়ায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক, নৈশপ্রহরী, পরিচ্ছন্নকর্মী, নিরাপত্তাকর্মী ও আয়া পদের জন্য গত ১৩ জুলাই জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঘোষণা অনুযায়ী গত ৫ নভেম্বর লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ডাকযোগে অ্যাডমিট কার্ড পাঠানো হয়। অ্যাডমিট কার্ডে দিনক্ষণ ও স্থান হিসেবে পাইকগাছা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
নৈশপ্রহরী পদে আবেদনকারী মো. মোক্তার হোসেন বলেন, ইউআরএইচএস উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমার বাসা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর উক্ত পদে আমি প্রার্থী হিসেবে আবেদন করি এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে একান্তভাবে বৈঠক করি। আমাকে ওই পদে চাকরি প্রদান করা হবে মর্মে ৭ লাখ টাকায় দফারফা হয়। চুক্তি মোতাবেক স্কুলের প্রধান শিক্ষককে ৩ কিস্তিতে নগদ ৭ লাখ টাকা দিয়েছি। কিন্তু নিয়োগ পাইনি। পরে জানতে পারি প্রধান শিক্ষকের যোগসাজশে ১০ লাখ টাকার বিনিময়ে নৈশপ্রহরী পদে স্বগোত্রীয় প্রশান্ত সরকারকে নিয়োগ দেয়া হয়েছে। তাই চুক্তি মোতাবেক নৈশপ্রহরী পদে নিয়োগ না পেয়ে প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরত চাইলে তিনি তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা প্রদান করেন ও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। এমতাবস্থায় আমি ও আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। পরবর্তীতে মামলা দায়ের করেছি। টাকা লেনদেনের বিষয়ে প্রধান শিক্ষক ও আমার মধ্যকার কথোপকথন মোবাইলে সংরক্ষিত আছে।
 
এ সময় মোক্তার হোসেন আরো জানান, নৈশপ্রহরী পদের অন্য দুই প্রার্থী মো. আরিফ হোসেন এবং মো. আতাউর রহমানকে দিয়ে পরিচ্চন্নকর্মী পদে প্রক্সি দিয়ে কোরাম পূরণ করা হয়েছে।
 
এ বিষয়ে নৈশপ্রহরী পদে আবেদনকারী অন্য দুই প্রার্থী মো. আরিফ হোসেন এবং মো. আতাউর রহমান জানান, নির্ধারিত দিনে পরীক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক উত্তম কুমার দাস সুকৌশলে আমাদের দিয়ে পরিচ্চন্নকর্মী পদে উপস্থিতি স্বাক্ষর করান।
 
এ বিষয়ে ইউআরএইচএস উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দাস বলেন, আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ জানান, এমপিওভুক্ত বিদ্যালয়ের জনবল কাঠামো নীতি অনুসরণ করে যথাযথভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করে এ নিয়োগ বোর্ড গঠন করা হয় এবং এই নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ মেধাবী প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে। তবে সার্বিক বিষয়ে দায়িত্বে ছিলেন ডিজির প্রতিনিধি পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান।
 
নিয়োগ কমিটির ডিজির প্রতিনিধি পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান বলেন, প্রার্থীদের আমি চিনি না। প্রধান শিক্ষক প্রার্থীদের ভালো চেনেন। প্রক্সি দিয়ে কোরাম পূরণের ব্যাপারটা তিনিই ভালো জানেন।

এমএসএম / জামান

রাজশাহীর বাগমারায় চাঁদা না দেওয়ায় এক কৃষককে মারধর

চট্টগ্রামে জাতিসংঘ পার্কের ফাটল মেরামতে অনিহা

নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান,ফেনীতে আবদুল আউয়াল মিন্টু

তানোরে ডাকাতির ঘটনায় গ্রেফতারর ৮ মালামাল সহ দেশীয় অস্ত্র উদ্ধার

বালিয়াকান্দিতে সারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে চেয়ারম্যানের অব্যাহত চেয়ে ৮জন ইউপি সদস্যের ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের

১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামে নদী সম্পদ ও নদী নির্ভর জনগোষ্ঠীর অধিকার শীর্ষক মাল্টি-স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি