কাজ হারালেন আকিজ জুট মিলের ৬ সহস্রাধিক শ্রমিক

বিশ্ববাজারে অর্ডার না থাকায় যশোরের নওয়াপাড়ার আকিজ জুট মিলের রাতের শিফট বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে মিলের কর্মীদের আনা-নেয়ার জন্য ২৩টি বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয় এবং স্থায়ী শ্রমিক বাদে ৬ হাজারের অধিক বদলি শ্রমিককে আসতে নিষেধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে কর্তৃপক্ষ বলছে, তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানার কার্যক্রমও পূর্ণ উদ্যমে শুরু করা হবে এবং তখন ফের তাদের নেয়া হবে। এছাড়া বাস সার্ভিস বাদে যারা নিজেদের খরচে মিলে আসতে পারছে তাদের ডে শিফতে কাজের সুযোগ দেয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আকিজ জুট মিল দেশে বেসরকারি খাতে পরিচালিত বৃহৎ জুট মিল। এ জুট মিলে তিন শিফটে যশোর, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলার ৭ হাজারের অধিক শ্রমিক নিয়মিত কাজ করেন। প্রতিদিন তাদের ২৩টি বাসে কারখানায় আনা-নেয়া করা হয়। মঙ্গলবার থেকে আকস্মিকভাবে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, সেখানের ৬ সহস্রাধিক বদলি শ্রমিককে কারখানায় আসতে নিষেধ করে দেয়া হয়েছে।
মিলটির সিবিএ সভাপতি আব্দুস সালাম জানান, মিলে প্রায় ৬ হাজার ৩০০ বদলি শ্রমিক রয়েছেন। তাদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। বাকি ৭০০ স্থায়ী কর্মী দিয়ে মিলের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম বলেন, আমরা কোনো কর্মী ছাঁটাই করেনি। শুধুমাত্র গাড়িগুলো বন্ধ করে দেয়া হয়েছে। দূরের কর্মীরা আসতে পারছেন না। তবে নিকটের কর্মীরা ডে শিফটে এসে কাজ করছেন। মিল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পূর্ণগতিতে চালু রয়েছে। শুধু রাতের শিফট বন্ধ রেখেছি। আর ওই শিফটের অধিকাংশ কর্মী ডে শিফটে কাজ করছেন। হয়তো হাজারখানেক কর্মীর কাজে আসা বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদিত পণ্য বাইরে পাঠাতে পারছি না। সেই সঙ্গে বৈশ্বিক মন্দায় নতুন অর্ডারও কমে গেছে। সব মিলিয়ে তিন শিফটে উৎপাদন সচল রাখা সম্ভব হচ্ছে না। লোকসান এড়াতে শ্রমিকদের দিয়ে এখন দুটি শিফটে কাজ চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে মিলের কার্যক্রমও পূর্ণ উদ্যমে শুরু করা হবে। তখন বদলি শ্রমিকরা আবারো কাজে যোগ দিতে পারবেন।
এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
