জলাবদ্ধতার যন্ত্রণা
স্বেচ্ছা শ্রমে ৩৩ লক্ষ টাকা ব্যায়ে বাকলিয়ায় সড়ক নির্মাণ
নগরীর বাকলিয়ার শান্তিনগর জনকল্যাণ আবাসিক এলাকায় বসবাসকারীরা দীর্ঘদিন জলাবদ্ধতার যন্ত্রনায় অসহ্য হয়ে প্রায় যুগের বেশী সময় ধরে সিটি কর্পোরেশন এবং সিডিএর কাছে গিয়ে কোন সমাধান পাননি। সড়কে জোয়ার ভাটার পানিতে পুরো বছর জুড়ে হাটু থেকে কোমর পর্যন্ত জলাবদ্ধ থাকায় চলাচলে চরম ভোগান্তি। শেষ পর্যন্ত বসবাসবারীরা সিদ্ধান্ত নেন সড়কটি জলাবদ্ধতামুক্ত করতে হলে প্রয়োজন ৩ থেকে ৫ ফুট উচু করতে হবে। উক্ত সড়ক উচু করতে হলে প্রয়োজন ৩৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা। ভবন মালিকেরা চাঁদা সংগ্রহ করে শুরু করেন স্বেচ্ছা শ্রমে নির্মাণ কাজ করেছে। ইতোমধ্যে প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যায় করেছে। দীর্ঘদিনের পুরানো খালগুলো অবৈধভাবে দখল করে ভবন এবং রাস্তা নির্মাণ করায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিমত।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে কার্যাবলী উল্লেখ করা হয় তিনটি। নগর এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্ট, ফুটপাত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ এবং সড়কবাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা। সরকারি সহায়তা ছাড়াও এ তিন খাতে ভবনের ভাড়ার উপর ১৭ শতাংশ কর নিচ্ছে সিটি করপোরেশন। তবুও ‘ঠিকমত' নাগরিক সেবা দিতে পারছে না সংস্থাটি। ফলে ভোগান্তি থেকে বাঁচতে নিজেদের উদ্যোগে সড়ক সংস্কার করছেন নগরীর ১৭ নং ওয়ার্ডের বগারবিল এলাকার জনকল্যাণ আবাসিকের ভবন মালিকরা। এ আবাসিকটিতে অন্তত ৬০ থেকে ৭০টি বহুতল ভবন রয়েছে। বগারবিল শান্তিনগর সড়কটির সাথে সংযোগ সড়ক দিয়ে চলাচল করেন ওই আবাসিকের বাসিন্দারা। তবে গত কয়েকবছর ধরে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় পুরো বগারবিল এলাকা। এতে জনকল্যাণ আবাসিকের সড়ক ও ভবনের নিচতলা পানিতে নিমজ্জিত থাকে। জলাবদ্ধতার এমন জলযন্ত্রণা থেকে বাঁচতে সড়কটি উঁচু করতে কয়েক বছর ধরে সিটি করপোরেশনের কাছে ধর্না দিলেও সাড়া পাননি ভবন মালিকরা। তাই নিজেদের খরচে সড়ক উঁচু করছেন। প্রায় ৩৩ লাখ টাকা খরচ করে সড়কটি সংস্কার ও ড্রেন নির্মাণ করা হচ্ছে।
এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বাকলিয়া এক্সেস রোড থেকে দুইশ গজ দূরেই আবাসিকটির অবস্থান। বগারবিল শান্তিনগর হয়ে দেওয়ানবাজারের সাথে যুক্ত হয়েছে সড়কটি। ঘণ্টার বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সড়কটি। জনকল্যাণ আবাসিকের সড়কটি মূল সড়ক থেকে অন্তত চারফুট উঁচু করা হয়েছে। কাজ প্রায় ৬৫-৭০ ভাগ শেষের দিকে। জনকল্যাণ আবাসিক সোসাইটির সভাপতি হারুনুর রশীদ বলেন, আমাদের এলাকাটি সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। ময়লাযুক্ত পানি মাড়িয়ে হাঁটাও যায় না। প্রতিটি ভবনের নিচতলা পানিতে ডুবে যায়। যেকোনো সময় বৈদ্যুতিক দুর্ঘটনার শঙ্কা থাকে। তাই ভবন মালিকরা ৪০ থেকে ৫০ হাজার টাকা করে নিজেরা চাঁদা দিয়ে সড়ক উঁচু করছেন। জনকল্যাণ আবাসিক সোসাইটির নেতা এস.কে ছিদ্দকী বলেন, জলাবদ্ধতার কারণে আমাদের বাসায় কোন আত্মীয় স্বজন আসা যাওয়া বন্ধ, এমনকি বিয়েসহ সামাজিক অনুষ্ঠানগুলো পর্যন্ত আমরা করতে পারি না, এটা আমাদের এ ধরণের লজ্জা, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরা টাকা দিয়ে সড়ক নির্মাণ করব, আমরা সফলও হয়েছি। সড়কটি আমরা বাধ্য হয়ে ভবন মালিকেরা চাঁদা তুলে নির্মাণ করেছি। স্থানীয় কাউন্সিলর আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে আসছে সিটি কর্পোরেশন থেকে ইঞ্জিনিয়াররাও এসে আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর শহীদুল আলম বলেন, 'বিষয়টি আমি অবগত আছি। বিগত দশ বছর ধরে অন্য কাউন্সিলর দায়িত্বে ছিলেন। তখন কাজ করা হয়নি। এখন আমি সিটি করপোরেশনের সাথে কথা বলেছি, শীঘ্রই আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের অধীনে টেন্ডার হবে। স্বেচ্ছা শ্রমে সড়কটি যারা নির্মাণ করেছে আমি চাই তাদেরকে সিটি কর্পোরেশন থেকে কিছু টাকা দিয়ে উৎসাহিত করতে। এলাকাবাসীকে উৎসাহিত করা দরকার যাতে তারা ভালো কাজে আরও বেশী উৎসাহি হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত