ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আয়ের তুলনায় বেড়েছে ব্যয়, বেসামাল জনজীবন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:১৫

নগরের খুলশী থানাধীন ঝাউতলা বাজারে দাঁড়িয়ে একজন বয়স্ক লোক উচ্চস্বরে কোনো একটা বিষয়ে বলছিলেন। তার সাথে সুর মেলালেন আরো কয়েকজন। দূর থেকে দেখে মনে হলো কোনো ঝগড়া বিবাদ লেগেছে। কিন্তু কয়েক মিনিটে নিশ্চিত হওয়া গেলো ঝগড়া নয়। কি হয়েছে এমন প্রশ্ন করতেই বয়স্ক আবুল কালাম উচ্চ স্বরে বললেন, আমাদের কথা কে শুনবো? বয়স ৬০ এর কাছাকাছি ।

পোলার ইনকামে কিছুদিন বসে খাইছিলাম। সিএনজি ড্রাইভারের পেশা থেকে ছুটি নিছিলাম। কিন্তু আর বসে খাওয়া হইলো না। খানা দানার আগুন দামে পোলার টাকায় আর সংসার ঠিকমতো চলেনা। তাই আবারও ফিরতে হলো পুরান পেশায়। এ সময়ে আরেকজন মধ্য বয়সী সিএনজি চালক রফিক ক্ষিপ্ত স্বরে বলেন, সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত ক্ষ্যাপ মেরে (সিএনজি চালিয়ে) পাইছি দুই হাজার টাকা। এর মধ্যে মালিকরে দেওন লাগবে ১৫ শ টাকা। ঘরে মানুষ ৫ জন। দিনে চাল লাগে ২ কেজি। ৫০ টাকার নিচে চাল পাওয়া যায় না। পোলা মাইয়ার পড়ালেখা, বাসা ভাড়া, বুড়া আম্মার ঔষধ খরচ চালিয়ে মাঝেমধ্যে ভালো-মন্দ খাইতাম আগে। এখন খুব হিসেব করে চলেও পেরে ওঠা যায়না। তাই বাধ্য হয়ে অতিরিক্ত সময়েও গাড়ি নিয়ে বের হয়ে যেতে হয়।

এবার যুক্ত হলেন ঝালমুড়ি বিক্রেতা শহীদুল । তিনি বলেন, এক বছর আগে দৈনিক গড়ে ৪-৫ শ টাকা আয় ছিল। এখনও তাই হয় । তবে ওই টাকায় গত বছর ঠিক মতো চলতে পারলেও এ বছর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তিনি জানান, গত বছর যেই মুড়ি প্রতি কেজি কিনেছিলেন ৬০ টাকায় এবার তার দাম ৮০ টাকা। ১৮০ টাকার সরিষার তৈল এখন ২৮০। তাছাড়া চানাচুর, পেয়াজ, কাঁচা মরিচসহ প্রায় সবকিছুরই দাম বেশি। এমনকি ঝালমুড়ি পরিবেশনের যে ঠোঙ্গা, তার দামও কেজিতে এখন ৮০ টাকা। সব মিলিয়ে খারাপ পরিস্থিতিতে আছি। আর কতদিন এভাবে চলা যায়?

এ প্রশ্ন শুধু রফিক কিংবা শহীদুলের নয়। দেশের কোটি কোটি মানুষ কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। দেশে মুদ্রাস্ফীতি গত কয়েক বছরে সর্বোচ্চ। আয় কমেছে মানুষের। পাল্লা দিয়ে বেড়েছে ব্যায়।এ কারনে নিন্মবিত্ত থেকে মধ্যবিত্ত পর্যন্ত সবাই দিশেহারা। সংসার চালাতে অনেকে ভাঙ্গছেন নিজেদের জমানো অর্থ। এর মধ্যে দুর্ভিক্ষ ও বৈশ্বিক মন্দার শঙ্কা খোদ সরকার প্রধানের মুখে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাগুলোর সম্ভাব্য দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্য সংকটে পড়া দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও । যা বাড়তি চাপ তৈরি করেছে সব শ্রেণির মানুষের ওপর। 

সাধারণ মানুষের দুরবস্থা আরো পরিস্কার হবে বাজারের তথ্যে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য বলছে, বিগত এক বছরের ব্যবধানে বাজারে ময়দার দাম বেড়েছে ৬৪.৭৭ শতাংশ। একইভাবে আটার দাম বেড়েছে ৬৪.৭৭ শতাংশ। বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে ৫ শতাংশ। তাছাড়া, সয়াবিন তেলের দাম বেড়েছে বছর ব্যবধানে ২১ শতাংশ। চিনিতে বেড়েছে সাড়ে ৪৫ শতাংশ। মসুর ডালে ২৬ শতাংশ। আদা ১৩০ শতাংশ, গুঁড়ো দুধে ৩৭ শতাংশ। এছাড়া প্রায় সবধরনের নিত্যপণ্যেই বছর ব্যবধানে পাল্লা দিয়ে বেড়েছে দাম।

এই পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে মানুষের জীবনযাপন ও খাদ্যাভাসে। যে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের খাদ্য তালিকায় এতোদিন ভালো উপকরণের কথা ভবতো এখন তারা বাধ্য হয়েই সস্তা জিনিসের দিকে ঝুঁকছে। নিন্মবিত্ত পরিবারগুলোর অবস্থা আরো শোচনীয়। 

নগরের খাতুনগঞ্জের পাইকারি ও খুচরা বিক্রেতা মেসার্স রিংকু স্টোরের মালিক পার্থ’র সাথে সকালের সময়ের সাক্ষাতে তিনি বলেন, কয়েকদিন পরপরই দাম ওঠানামা হয়। তবে যে হারে দাম বেড়ে যায় সে হারে আর কমে না। এই দাম বৃদ্ধির কারনে কখনো কখনো ব্যবসায় মন্দা অবস্থা যায়। প্রায় একই রকম মতামত প্রকাশ করেছেন সেখানে আরো কয়েকজন ব্যবসায়ী।

বৈশ্বিক অস্থিতিশীলতার কারনে দেশের সাধারণ মানুষের প্রধান খাদ্যশস্য চাল, আটা এবং ময়দার দাম বৃদ্ধির প্রভাব পড়ছে সবচেয়ে বেশি।বর্তমান বৈশ্বিক খাদ্য ঘাটতি নিয়ে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড এ বি মীর্জা আজিজুল ইসলাম কয়েকদিন আগে গণমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে বলেন, বিশ্বে যদি খাদ্য ঘাটতি হয় আমরা এখনো খাদ্যের ক্ষেত্রে আমদানিনির্ভর বেশ কিছুটা। চাল ও গম দুটোতেই। কাজেই আমাদের চেষ্টা করতে হবে স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার