বংশ পরস্পরায় ডালের বড়া পেশাকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কারিগররা

ডালের বড়া তৈরিতে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন গাইবান্ধার খামার বোয়ালী গ্রামের কারিগররা। খোসা ছাড়ানো মাষকলাই ডালের গুড়োর সাথে আতব চালের গুড়ো মিশিয়ে সুস্বাদু এই বড়া তৈরি করা হয়। গ্রামটিতে বছরের অন্যান্য সময়ে বড়া তৈরি হলেও শীতকালে দাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এখানকার তৈরি ডালের বড়া।
সরেজমিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের গিয়ে দেখা মেলে রাস্তার দুই ধার দিয়ে সারি সারি বড়া শুকানোর চালি। গ্রামের প্রায় অর্ধশতাধীক পরিবার ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন। ছোট-বড়, ছেলে-মেয়ে পবিরারের সবাই কাজে লেগে পড়েছেন বড়া তৈরিতে। কেউ মেশিনে ভেজানো ডাল তুলে দিচ্ছেন। কেউ বড়া গুটি গুটি করছেন। কেউবা চাল ও ডালের গুড়ো দিয়ে তৈরি বড়া শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। ডালের বড়ির চাহিদা ভালো থাকলেও ডালসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় লাভ কম হয়। এরপরও বংশ পরস্পরায় পেশাকে টিকিয়ে রাখার কথা জানান কারিগররা।
বড়া তৈরি কাজ করতেছিলেন খামার বোয়ালী গ্রামের হৃদয় চন্দ্র মহন্ত (৬৫)। তিনি বলেন, বংশ পরস্পরায় পেশাকে টিকিয়ে রেখেছেন তারা। শীতকালে এর চাহিদা বেশি। তাই এই সময় ব্যাস্ততাও বেশি তাদের। তিনি সকালের সময়ে'র প্রতিনিধি কে বলেন, বাপ-দাদাদের দেখে আসছি বড়া তৈরি করতে। ছোট বেলা থেকে আমরাও কাজে নেমে পড়তাম। এখন আমাদের কাজ দেখে নাতি-পুতিরা লেগে পড়ে বড়া তৈরির কাজে। তবে জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ায় লাভ কম হয়।
কথা হয় আরেক পরিবারের সন্ধ্যা রানি সাহার (৬৪) সঙ্গে। ৭জনের পরিবার তাদের। প্রতিদিন ত্রিশ কেজি থেকে ১মন বড়া তৈরি করেন তিনি বলেন, পেটের দায়ে বড়া তৈরী করি। আগে খুব কষ্ট করা লাগছে। চাল বাটতে হতো, ডাল বাটতে হতো এখন আর সেটা করতে হয় না। এবার মেশিন কেনায় অনেকটা সুবিধা হয়েছে। কম সময়ে বেশি পরিমানে বড়া তৈরি করা যায়।
অখিল চন্দ্র সাহা (৪৮) যিনি বড়া তৈরির কাজে ব্যস্ত ছিলেন, তিনি বলেন, এখন খোসা ছাড়ানো মাষকলাই ডাল কিনতে হয় ৬৫০ টাকা ধরা। তবে বড়া তৈরির করে তা কেজি প্রতি ২৫০-৩০০ টাকা বিক্রি করি। তবে লাভ যা হয় তা সংসারের খরচ চালিয়েও টেকে কিছু।
ওই গ্রামের তপন চন্দ্র মহন্ত (৫৫) বলেন, শীতের তিন মাস খুব ভালো চলে। বছরের বাকি সয়ম অন্য কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। তিনি জানান, আর্থিক ভাবে সহযোগিতা করলে এ পেশাকে টিকিয়ে রাখা সম্ভব হতো। তিনি আক্ষেপ করে বলেন,অফিস থাকি নাম টাম লেখি নিয়ে লোন দিবে কয়য়্যা গেলো। এক মাস হয়য়্যা গেলো আর কোন খবরই নাই।
বড়া তৈরির কারিগরদের স্বল্প সুদে ঋণ দেয়া হবে আশ্বাস দিয়ে জেলা বিসিকের সহকারি মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায় বলেন, যদি কেউ আগ্রহী হয় গাইবান্ধা বিসিক তার পাশে থাকবে এবং এই শিল্পকে ছড়িয়ে দিতে সার্বিক সহযোগীতাও করা হবে।
বিশেষ প্রক্রিয়ায় বানানো সুস্বাদু এই বড়া রফতানী করা সম্ভব বলেও জানান স্থানীয়রা।
প্রস্তুত প্রনালী: খোসা ছাড়ানো মাষকলাইয়ের ডাল সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হয়। ডালগুলো আগে পাটায় বেটে নেওয়া হলেও এখন বিদ্যুৎ চালিত মেশিনে করা হয়। আধা ঘণ্টা ধরে ব্লেন্ড করতে হয়। একটি বাঁশের ডালায় বা নেটে ছোট ছোট করে সাজিয়ে কড়া রোদে বড়িগুলো শুকাতে হয়।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
Link Copied