ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ডুমুরিয়ায় জমি বিরোধে সংখ্যালঘু পরিবারের উপর হামলা-লুটপাট


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১১:১২

খুলনার ডুমুরিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি পরিবারের বসত-ভিটায় হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর, মারধর, লুটপাট করে সন্ত্রাসিরা। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার গুটুঁদিয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খুলনা-১ আসনের এমপি নারায়ন চন্দ্র চন্দ, পুলিশের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বিকাশ নন্দি বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনের নামে মামলা দায়ের করেছেন।পুলিশ হামলা ও লুটপাটের ঘটনার প্রধান তিন আসামী  জাকির হোসেন, টুকু ও আলমীর মোল্লাকে আটক করেছে।
সরেজমিনে দেখা গেছে, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে বিকাশ নন্দির বাড়িতে রান্নাঘর, গোয়ালঘর, ধানের গোলাসহ সকল আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে হামলাকারীরা। হামলার শিকার হওয়া বিকাশ নন্দি বলেন, তিনি কৃষি কাজে বাইরে ছিলেন এ সময় মোল্যা জাকির হোসেন, মফিজুর রহমান টুকু এবং আলমগীর হোসেন আলো মিলে শতাধিক লোকজন নিয়ে এ হামলা করেছে। তারা পূর্বেও এমন হামলা করেছে। তিনি আরো জানান, এই জমি নিয়ে মামলা চলছে। তিনি এই হামলার সঠিক বিচার চান। 
প্রত্যক্ষ্য দর্শীরা জানান, বসতভিটার পিছনে বিলান জমি ও বিলের মধ্যে দিয়ে শতাধিক লোক হাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ঘরবাড়ি ভেঙ্গে মাটির সাথে ১০-১৫ মিনিটের মধ্যে মিলিয়ে দিয়েছে। টিনের ঘরের ৪ কোনায় দড়ি বেধে সকলে মিলে হ্যাচকা টান দিয়ে ঘর ভেঙ্গে ফেলে। বিকাশ নন্দীর স্ত্রীকে মারধর করে এবং জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। এরপরে গ্রামবাসী টের পেয়ে চলে আসার আগেই তারা বিলের মধ্য দিয়ে আবার চলে যায়।সিকদারপাড়া গ্রামে দীর্ঘ দুই যুগেরও বেশি সময়কাল যাবত বিকাশ নন্দি(৫০) তার পরিবার নিয়ে বসবাস করছেন। তাদের বসতভিটার জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন একটা বিরোধ চলে আসছে দৌলতপুর দেয়ানা এলাকার টুকুর সাথে। তারই যের ধরে, বুধবার সকালে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে বিল পাড়ি দিয়ে এসে বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা একটি টিনসেডের বসতঘরসহ, রান্নাঘর, গোয়ালঘর, ধানের গোলা, ধারির ঘর, হাঁস-মুরগির ঘর ভাংচুর ও ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, সোনার গহনা লুট করে বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে স্থান ত্যাগ করে। এসময়ে বিকাশ নন্দির স্ত্রী ছনেকা নন্দিকে মারপিট করে আহত করে। তিনি এখন খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। 
গুটুঁদিয়া ইউনিয়নের স্থানীয় মেম্বর পলাশ হাওলাদার জানান, হামলাকারীরা মাত্র ১৫ মিনিটের মধ্যে বসতবাড়িসহ ৬টি ঘর ভাংচুর করে মাটিতে সমান করে দিয়েছে। এলাকাবাসী বুঝে উঠার আগেই তারা ভাঙচুর করে পালিয়ে যায়। দিবালোকে এমন সন্ত্রাসী তান্ডব আগে কখনোই দেখেনি বলে তিনি জানান। এরকম ভয়াবহ হামলার ঘটনায় ভয়ে স্থানীয়রা মুখ খুলতেও সাহস পায়নি। 
এ বিষয়ে আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ ওহিদুজ্জামান জানান, মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে সিকদারপাড়া গ্রামে। অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসিরা পরিবারটিকে নি:শেষ করে দিয়েছে। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত মুলহোতা টুকুকে বুধবারই গ্রেফতার করা হয়েছে। 
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, খবর পেয়ে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে  যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
গুটুঁদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বলেন, হামলার ঘটনাটি ঘটার সাথে সাথেই জানতে পেরে  বিষয়টি স্থানীয় প্রশাসন, এমপিকে অবগত করেছেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক দিক থেকে সহায়তা করা হয়েছে। 
 বৃহষ্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় এমপি নারায়ন চন্দ্র চন্দ ও পুলিশ কর্মকর্তারা সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন। এ সময় নারায়ন চন্দ্র চন্দ  জানান,ক্ষতিগ্রস্থ পরিবারকে পূনর্বাসনের জন্য সহঅয়তা করা হবে এবং এ ঘটনায় ডিসি,এসপিসহ প্রশাসনের সকল স্তরে তিনি অবগত করেছেন।
পুলিশ জানায়,উক্ত হামলার ঘটনায়  ৫জনকে এজহারভুক্ত করে অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করে বিকাশ নন্দি মামলা করেন। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এমএসএম / এমএসএম

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত