'কর্মবীর' এসিল্যান্ড মং চিংনু মারমার বদলিতে সাতকানিয়ায় জনমনে ক্ষোভ
বিকেল গড়িয়ে পশ্চিমের আকাশে সূর্য অস্তের পথে। তখনও দোতলা ভূমি অফিসের আশেপাশে ঘুরঘুর করছিলেন বৃদ্ধা ছমিরা খাতুন (ছদ্মনাম)। বসতভিটের একখণ্ড জমি রক্ষায় এ নিয়ে তিনি পাঁচ থেকে ছয়বার অফিসটিতে এসেছেন। প্রতিবারই হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। দালালে ভরা অফিসটিতে তিনি প্রতিকার পাওয়ার আশা অনেকটা ছেড়েও দিয়েছেন।
তবে সবশেষ গত সোমবার বৃদ্ধার ফাইল নিয়ে হাঁটাহাঁটির বিষয়টি দৃষ্টিগোচর হয় সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমার। তিনি বৃদ্ধাকে নিজ কক্ষে ডাকেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত তার সমস্যা সমাধানে নির্দেশনাও দেন। দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার এমন সমাধানে আনন্দে চোখের অশ্রু ছেড়ে দেন ছমিরা খাতুন।
অফিস থেকে বের হতেই তার সঙ্গে কথা হয় চট্টগ্রাম সংবাদের। তিনি বলেন, 'আমার বসতভিটে দখল করতে পাশের এক প্রভাবশালী ব্যক্তি উঠেপড়ে লেগেছে। তার করা বিভিন্ন হয়রানি মামলায় আমি আর কুলিয়ে উঠতে পারছিলাম। তবে সবশেষ এসিল্যান্ড স্যার সমাধান করে দেওয়ায় আমি তার কাছে কৃতজ্ঞ। তাকে মন ভরে দোয়া করছি।'
শুধু ছমিরা খাতুন না। প্রায় ছয় মাস ধরে সাতকানিয়া ভূমি অফিসে এভাবেই সমস্যা সমাধান করতে পারছেন সেবাপ্রার্থীরা। সেবার মানের এই পরিবর্তনে কাজ করেছেন মংচিনু মারমা। তার নির্দেশনায় যথাযথ প্রক্রিয়ায় নামজারিসহ নানা মিছ মামলার সমাধান হচ্ছে। কোনো উৎকোচ ছাড়াই যাবতীয় সেবা নিতে পারছেন ভুক্তভোগীরা। এছাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হাটবাজারে। নেতৃত্ব দেন ভেজালবিরোধী অভিযানে। আবার অবৈধভাবে বালু উত্তোলনকারীদের তিনি দমন করেছেন শক্ত হাতে। রাত-দিন এক করে অভিযান চালিয়েছেন বালুখেকোদের বিরুদ্ধে। অর্থদণ্ডের পাশাপাশি অনেককে পাঠিয়েছেন কারাগারেও।
এদিকে, কোনো কারণ ছাড়াই কর্মবীর এই এসিল্যান্ডের হঠাৎ বদলিতে জনমনে নানা প্রশ্ন দানা বেঁধেছে। অনেকের মধ্যে ক্ষোভের সঞ্চারও হয়েছে। কারও কারও প্রশ্ন- বালুখেকো এবং ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়াটা কী কাল হয়েছে তার? অবৈধ সুবিধা না পাওয়ায় কোনো প্রভাবশালী মহল কী তার বদলির নেপথ্যে কাজ করেছে?
হঠাৎ বদলির বিষয়ে মং চিংনু মারমার কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
জানতে চাইলে সেবাপ্রার্থী মোজাম্মেল বলেন, 'হারাতে চাইনি মংচিংনু মারমাকে। অন্তত আরো কিছুদিন তাকে রেখে পিছিঁয়ে পড়া আমাদের এই সমাজকে আরো সামনের দিকে এবং আমরা ভূমির ক্ষেত্রে আরো আপডেট হতে পারতাম এই এসিল্যান্ডের হাত ধরে। তিনি আরো বলেন হুট করে জনমতকে উপেক্ষা করে এই এসিল্যান্ডের( মংচিংনু মার্মা) বদলীটা আসলে আমাদের স্বার্থের পরিপন্থী। বিষয়টা কর্তৃপক্ষের নজরে রাখা উচিত ছিলো।'
আরেক সেবাপ্রার্থী সাহাব উদ্দিন বলেন, 'অতীতের মত চেয়ার দখল করে অবিকল এসিল্যান্ড পরবর্তীতেও পাবে এটাই চিরসত্য, তবে কর্মঠোর হয়ে চেয়ার দখল করে বসে থাকা এসিল্যান্ড আসবে কী আসবেনা সেই সন্দেহের দানা বাধঁতে শুরু করেছে এই জনপদের জনমনে অবিরত।'
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল
রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা
Link Copied