ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ৪:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনকে অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিল এবং পোষ্য কোটা বাতিলের জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি মানা না হলে প্রশাসন ভবন অবরোধ এবং অকৃতকার্য শিক্ষার্থী ও তার অভিভাবকের ছবি পুরো বিশ্ববিদ্যালয়ে টাঙিয়ে দেয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আজ রোব্বার (২০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে রাবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, যেখানে একজন শিক্ষার্থীকে রাত-দিন পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হচ্ছে, সেখানে একজন অযোগ্য শিক্ষার্থী শুধুমাত্র বাবা-মায়ের যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এটা স্বাধীন দেশে মেনে নেয়া যায় না। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি হবে মেধার ভিত্তিতে। প্রশাসন যুক্তি দেখায় কোটার কারণে সাধারণ শিক্ষার্থীর ক্ষতি হচ্ছে না কিন্তু কোন যুক্তিতে আপনি পোষ্য কোটা রেখেছেন সেটার উত্তর দিন। এই শিক্ষকরা যদি সন্তানের জন্য বিশ্ববিদ্যালয়ের মান ডোবাতে পারে তাহলে এরা তাদের সন্তানের জন্য দেশের মানও ডোবাতে পারে। এই শিক্ষকদের ন্যূনতম নৈতিকতাবোধ নেই।

মানববন্ধনে নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদি হাসান মুন্না বলেন, বিশ্ববিদ্যালয় এখন পারিবারিক গোয়ালঘরে রুপান্তরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেখানে ৮৫ নাম্বার পেয়ে ভর্তির সুযোগ পেয়েছে সেখানে ১৯ নাম্বার পেয়ে ফেল করা শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাচ্ছে। কোনো শিক্ষক-কর্মকর্তার অযোগ্য সন্তানের এই বিশ্ববিদ্যালয়ে জায়গা হবে না। আপনার আগের ভিসি পুলিশ পাহারায় পালিয়ে গেছে। কিন্তু এখন পালানোর সুযোগ নেই।

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর বলেন, শিক্ষক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়কে নিজেদের সম্পত্তি মনে করে। তারা মনে করে এখানে পড়ালেখা করা চাকরি পাওয়া তাদের সন্তানদের মৌলিক অধিকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান হয়ে জন্ম নিলেই যেন পরবর্তীতে সে শিক্ষক হবে, সে যত অযোগ্যই হোক। বর্তমানে দেশ যে ধ্বংসের দারপ্রান্তে এর দায় এই শিক্ষকদের নিতে হবে। যদি তিন দিনের মধ্যে তাদের ভর্তি বাতিল এবং পোষ্য কোটা বাতিল না করা হয় তাহলে প্রশাসন ভবন অবরোধ এবং অকৃতকার্য হয়ে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং তার অভিভাবকের ছবি পুরো বিশ্ববিদ্যালয়ে টানিয়ে দেওয়া হবে।
 
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মুহিব, সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী আজাদসহ অনেকে। এ সময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি