নগরীর ২৫০ বছরের পুরনো মন্দিরের সেবায়েতকে সন্ত্রাসীদের নির্যাতনের অভিযোগ
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার প্রায় ২৫০ বছরের পুরানো ঐতিহ্যবাহী বরদেশ্বর শিব মন্দির বিগ্রহ প্রকাশ শিব মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তীকে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ জোরপূর্বক মন্দির থেকে বের করে দিয়ে সপরিবার হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপর মন্দিরের প্রায় ৬ কানি ১৭ গন্ডা তিন কড়া জায়গা ভুয়া দলিল বানিয়ে বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এছাড়াও মন্দিরের অভ্যান্তরে মিষ্টির কারখানাসহ ২০/২৫টি দোকান, অবৈধভাবে জায়গা দখল করে বহুতল ভবন বানিয়ে ভাড়া বাণিজ্য করে আসছে। রাতের আঁধারে স্থানীয় সন্ত্রাসীরা মন্দিরের বাউন্ডারীতে প্রবেশ করে অনৈতিক অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তীকে মন্দির থেকে জোর পূর্বক বের করে দিয়ে সপরিবার হত্যার হুমকি দেয়। অথচ সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তীর বাবা মৃত সুবোধ চক্রবর্ত্তী ও দাদা মৃত মহেশ চক্রবর্ত্তীসহ তাদের পূর্ব পুরুষেরা ধারাবাহিতভাবে প্রায় শত বছরের বেশী সময় ধরে উক্ত মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
হঠাৎ স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ মন্দিরের জায়গার প্রতি লোভে পড়ে রাতারাতি ভুয়া কমিটি সাজিয়ে দেবত্তর সম্পত্তিগুলো জোর পূর্বক দখল করে ভাড়া বাণিজ্য করে আসছে। মন্দিরের জায়গাগুলো টাকার বিনিময়ে স্থানীয় কিছু সন্ত্রাসীদের হাতে তুলে দেয়ার অপচেষ্ঠায় মন্দিরের জায়গা নিয়ে এলাকায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ধাঙ্গা লাগিয়ে দেয়ার চেষ্ঠায় রয়েছে চক্রটি। ২০১৮ সালে মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তীর বাসার বিদ্যুৎ মিটার ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় তৎকালিন সময়ে জ্যোতি লাল চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে চকবাজার থাকায় মামলা হয়।
মন্দিরের সেবায়েত বিশ্বজিৎ চক্রবর্ত্তীকে সপরিবার হত্যার হুমকির ঘটনায় গত ২৬ অক্টোবর নগরীর চকবাজার থানায় মন্দিরের অভ্যান্তরের মিষ্টি মুখের কর্মচারী হারাধন মিত্র নামের এক ব্যক্তি মন্দিরের সেবায়েতকে সপরিবার হত্যার হুমকি দেয়। উক্ত ঘটনায় সিএমপির চকবাজার থানায় একটি অভিযোগ করেন মন্দিরের সেবায়েত। উক্ত দোকানের কর্মচারী হারাধন মিত্রের বিরুদ্ধে মন্দিরের জায়গা আত্মসাৎ করে দেবত্তর সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে ভারতে কোটি কোটি পাচার করেছে। বর্তমানে বাংলাদেশ বসবাস করলেও ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভারতের সোনাপুরে বহুতল বাড়ি নির্মাণ করেছে বলে তথ্য পাওয়া গেছে। মন্দিরের সেবায়েতকে সপরিবার হত্যার হুমকি ও মন্দিরে প্রবেশে বাঁধা দেয়ার প্রসঙ্গে বিশ্বজিৎ চক্রবর্ত্তী জানান, আমি মন্দিরের জায়গা জোর পূর্বক সন্ত্রাসীরা দখলে নেয়ার চেষ্ঠা এবং আসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করলে বিভিন্ন আমি এবং আমার পরিবারের সদস্যদের সপরিবার হত্যার হুমকি দিচ্ছে। আমি সন্ত্রাসীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু বলেন, মন্দিরের জায়গাটি একটি চক্র দখলে নেয়ার অভিযোগ বিভিন্ন সময় আমাদের কাছে আসছে।
এমএসএম / জামান
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত