আদালতের আদেশ অমান্য করে ‘জোরপূর্বক’ জমিতে নির্মাণকাজ

আদালতের নির্দেশ অমান্য করে ঢাকার সাভারে একটি জমিতে ‘জোরপূর্বক’ নির্মাণকাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে পৌরসভার ব্যাংক কলোনি কলেজ রোডের তালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
সাভার উপজেলার ছোট বলিমেহের মৌজার সিএস ও এসএ ৬৩ নং দাগের আরএস ১৬৯ এর ৩৫৩৮ নং দাগের ৪.৩৩ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।
সম্প্রতি ক্রয় সূত্রে ওই সম্পত্তির দাবিদার রফিকুল ইসলাম ঢাকা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা (২৩১/২০২২) দায়ের করেন।
গত ২২ আগস্ট ঢাকা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছা. নাজমা নাহারের আদালত ওই সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন ও পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকতে বলেন।
এছাড়া কোনো প্রকার স্থাপনা নির্মাণ, আকার আকৃতি পরিবর্তন না করা ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখতে সাভার উপজেলা ভূমি অফিস ও সাভার মডেল থানাকে নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া দুই পক্ষকেই একটি নোটিশ দেন। এছাড়া সাভার ভূমি অফিস থেকেও বিষয়টি তদন্ত করা হয়।
সাভার উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল আলমের তদন্ত প্রতিবেদনে বলা হয়, “জমির মালিক রফিকুল ইসলামের কাছে এটির যাবতীয় কাগজপত্র রয়েছে। এছাড়া তিনি ভূমি করও পরিশোধ করেছেন। তবে বিবাদী ওই জমিতে দখলের চেষ্টা করায় জমির মালিক আদালতে একটি মামলা দায়ের করেন।”
জমিটির বিষয়ে শুনানির জন্য সকল কাগজপত্রসহ আগামী ২৬ ডিসেম্বরে (২০২২) আদালতে দুই পক্ষকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে সোমবার (২১ নভেম্বর) সকালের দিকে বিবাদী মো. মাসুম প্রায় ১০-১২ জন লোকসহ ওই জমিতে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন। পরে সেখানে এসে বাঁধা দেন রফিকুল ইসলাম। এতে কাজ বন্ধ না করায় তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের সরে যেতে বললেও বিবাদীরা নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (২১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন বাদী রফিকুল ইসলাম।
বাদী রফিকুল ইসলাম ধামরাইয়ের কায়েতপাড়া এলাকায় মৃত আব্দুল মান্নানের ছেলে।
বিবাদীরা হলেন, ধামরাই উপজেলার কায়েতপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে আজিজুর রহমান পলাশ (৩৫) ও মেয়ে নাজমা আক্তার শিল্পী (৩০), ফরিদা ইয়াসমিন শিউলি (২৫) এবং মো. মাসুম (৩৮)। মাসুম ধামরাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।
এদিকে রফিকুল ইসলাম জমিটি সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের তালবাগ এলাকার বাসিন্দা এসএম জাহেরুল আহসান ও মনির হোসেনের কাছে বিক্রি করেছেন। তবে বিরোধ থাকায় জমিটিতে যেতে পারছেন না নতুন মালিকরা।
জমি মালিক এসএম জাহেরুল আহসান বলেন, “জমিটির রেকর্ডীয় মালিক রফিকুল ইসলামের কাছ থেকে জমিটি কিনেছি আমি। সব কাগজপত্রও আছে, সেগুলো আদালতকে দেখিয়েছি। তবুও বিবাদীরা দখল চেষ্টা করায় আমরা আদালতে মামলা করি। মামলাটি তদন্ত চলছে ও পরবর্তী শুনানির আগ পর্যন্ত বর্তমান অবস্থায়ই থাকার কথা। কিন্তু বিবাদীরা আরও ১০-১২ জনকে নিয়ে আজ সকালে নির্মাণসামগ্রী এনে কাজ শুরু করে। এতে বাঁধা দিতে গেলে তারা আমাকে হত্যার হুমকি দেয়। পরে আমি থানা পুলিশে খবর দেই। পুলিশ এসে নিষেধ করলেও তারা সেটা মানেনি। তারা আইন আদালত কিছুই মানছে না।”
এ বিষয়ে জানতে চাইলে বিবাদী মো. মাসুম আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি করেন। তিনি বলেন, “ওই জমি আমাদের। আমরা সেখানে কাজ করছি। তারাই বরং দখল করে রেখেছে। মামলা করেছে। আমরা আমাদের জমিতে কাজ করতে গেলে তারা বাঁধা দেয়। আজকেও পুলিশ এনেছিল। যেহেতু নিষেধ নেই তাই আমরা কাজ চালাচ্ছি।”
বিবাদীর কাছে কোনো কাগজপত্র নেই সার্ভেয়ারের এমন প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “আমরা কাগজপত্র দেখিয়েছি। তারাই কোনো কাগজ দেখাতে পারেনি।”
এ বিষয়ে সাভার থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, “জমির বিষয়টি নিয়ে বিবাদী পক্ষকে কাজ বিরত রাখতে বলা হয়েছে। এটি আদালতে বিচারাধীন রয়েছে। এই ব্যাপারে দুই পক্ষকেই রাতে থানায় ডাকা হয়েছে। বিষয়টিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত

পাঁচবিবিতে সুবিধাভোগীরা পেলেন হুইল চেয়ার

ফটিকছড়িতে চোর সন্দেহ নিহত মাহিনের পরিবারের পাশে শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

চৌগাছা সদর ও সিংহঝুলী ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

বোদায় জালিয়াতি করে এনআইডি করায় ২ভারতীয়, ইউপি চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা

অতিতে দৃশ্যমান শক্তির সাথে যুদ্ধ করেছি আর এখন অদৃশ্যমান এর সাথে যুদ্ধ করছিঃ কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

জয়পুরহাটে ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবেঃ গণশিক্ষা উপদেষ্টা

উন্নয়নহীন ১২ হাজার মানুষের জীবনযুদ্ধ: বড়লেখায় এক অবহেলিত পাহাড়ি জনপদের নাম 'বোবারথল'
