শাহজাদপুরে কামারদের নেই কোনো ব্যস্ততা
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদুল আজহাকে সামনে রেখে কামারশালাগুলোতে নেই তেমন কোনো ব্যস্ততা। যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ঠন ঠন শব্দ আর তপ্ত লোহাকে পিটিয়ে ছুরি, বঁটিদা ও চাপাতি তৈরির কাজে ব্যস্ত থাকত প্রতিটি কামারশালা কিন্তু বর্তমানে সেখানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের কঠোর লকডাউনের মধ্যে দোকানপাট বন্ধ থাকায় সীমিত পরিসরে কাজ করছেন কামাররা।
শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী, দিলরুবা বাসস্ট্যান্ড, তালগাছি, পারকোলা, খুকনি, জামিরতা, পোরজনা হাটসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা যায়, আগের মতো তেমন ব্যস্ততা নেই কামারদের। লকডাউনে কয়েকটি কামারশালা খোলা থাকলেও নেই তেমন কাজ। কোরবানির একটি ছুরি প্রকার ভেদে ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন মাপের বঁটিদা ৫০০ থেকে ৭০০ টাকা, চাপাতি ১০০০ থেকে ১৫০০ টাকা, চাকু ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
পোরজনা বাজারের কামারশিল্পী আলমগীর হোসেন, জামিরতা বাজারের আউয়াল আলী বলেন, এ বছরও ব্যবসার সময়টাতে লকডাউন। ঈদুল আজহা এলেই তাদের কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায় কিন্তু এবার তাদের সে পরিমাণ কাজের চাপ নেই। ঈদের ১৫ থেকে ২০ দিন আগে থেকেই বঁটিদা, ছুরি, চাকু ও চাপাতিসহ নানা হাতিয়ার তৈরি করে এবং কামার দোকানের সামনে বিক্রির জন্য সাজানো থাকে কোরবানির করার বিভিন্ন সরঞ্জামাদি আর বিক্রি শুরু হতো এক সপ্তাহ আগে থেকে। এ বছর তেমন কোনো ব্যস্ততা নেই।
এমএসএম / জামান