জীবিত পিতাকে মৃত সাজিয়ে ভূয়া এতিম সেজে সরকারি সুবিধা নিচ্ছেন নবাব মিয়া

সাতকানিয়ার কেঁওচিয়ায় নিজের জীবিত পিতাকে মৃত সাজিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে সরকারি সুযোগ সুবিধাসহ এতিমের নাম দিয়ে লেখাপড়ার পাঠ চুকিয়েও প্রকৃত এতিমের হক মেরে নিয়মিত প্রতারণা করে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক।উপজেলার কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের আবুল বশর বৈদ্য প্রকাশ (মনুমিস্ত্রী বৈদ্যের) ছেলে নওয়াব মিয়া প্রকাশ নবাব।
কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের বৈদ্য বশর প্রকাশ মনু মিস্ত্রী বৈদ্যের বাড়িতে সরেজমিনে ছদ্মবেশে পরিদর্শনে গেলে নওয়াব মিয়ার পিতা আবুল বশর প্রকাশ মনু বৈদ্য বলেন-আমি নওয়াব মিয়াও রাজা মিয়ার পিতা আমি এখনো বেঁচে আছি আমি মৃত নয় তবে আমার ছেলেরা তাদের বিভিন্ন কাগজপত্রে কেন মৃত উল্লেখ করে যাচ্ছেন তা আমার বোধগম্য নয়।
কিন্তু নওয়াব মিয়ার পিতা মৃত আবুল বশর উল্লেখ করে ২০০৬সালে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের প্রত্যায়ন এবং সাতকানিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার এতিম হিসেবে লিখিত সুপারিশ, সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের লিখিত সুপারিশ এবং সরকারি নথিপত্রে এতিম হিসেবে নাম রয়েছে রেজিষ্টার্ড পক্ষান্তরে তার পিতা আবুল বশর প্রকাশ মনু মিস্ত্রী বর্তমানো বৈদ্যালি কাজ করেন সাতকানিয়ার চন্ডি বৈদ্যের বাড়িতে।
প্রতারণার আশ্রয়ে বেড়ে ওঠা নবাব এতিম হিসেবে চট্টগ্রামের কদম মোবারক একাডেমিতেও পড়াশোনা করেছেন, তার সকল সার্টিফিকেট আর ভোটার আইডিকার্ডে আছেন তার পিতা মৃত। মূলত তার জীবিত পিতাকে দেশেট বিভিন্ন জায়গায় গিয়ে এবং তার ডকুমেন্টস এ মৃত উল্লেখ করে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সহানুভূতি নিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণাও জালিয়াতির আশ্রয় নেয় বলে জানান নওয়াবের প্রতিবেশী সামসুল আলম।
এই বিষয়ে কেঁওচিয়ার প্রবাসী দানবীর সামসুল আলম আরো বলেন প্রতারক নওয়াবের আপন ফুফাত ভাই জালাল, জালালও এই মিথ্যুক চাঁদাবাজ নওয়াবের ষড়যন্ত্রের শিকার। নওয়াব প্রকাশ নবাবের আপন বড় ভাই মহেশখালীর একটি অপহরণ মামলার আসামী,আর সেই মামলায় নওয়াবও আসামী, কারণ নওয়াবের পুরো নাম নওয়াব মিয়া প্রকাশ বুলেট নবাব।
আর সেই বুলেট নবাব অত্যন্ত চতুর হওয়ার কারনে আন্তজেলায় বুলেট ভাই হিসেবে নাম ধারণ করে আত্বগোপনে আছেন, এখন সে নিজেকে বুলেট নয় বলে শুধু নবাব বলে পরিচয় দেন।এই নবাব কখনো কখনো লোকজনকে জিম্মি করে সাংবাদিক পরিচয়ে টাকা-পয়সা আদায় করেন।আমার থেকেও ৫লক্ষ টাকা চেয়েছেন।
এদিকে কেঁওচিয়ার নাম প্রকাশ না করার শর্তে অনেক ব্যক্তি প্রতিবেদককে জানান নবাবের আপন বড় ভাই যেহেতু মশেখালী অপহরণ মামলার এজাহারনামীয় আসামী সেহেতু বুলেট ভাই যে নবাব সেটা আমরা নিশ্চিত। একই কথা স্থানীয় সমাজসেবক এনামও বলেন-নবাব মিয়া মহেশখালীর অপরহণ মামলার বুলেট ভাই।
কারণ নবাবের আপন বড় ভাই একই মামলার আসামী,নবাবের পক্ষে সব সম্ভব কারণ সে নিজের জন্মদাতা পিতাকে মৃত বলে লেখাপড়া করে বর্তমানে এতিমের সরকারি সুবিধা নিচ্ছেন অথচ!তার বাবা পেশাদার একজন জীবিত বৈদ্য।
প্রীতি / প্রীতি

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
