ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

শীতকালীন সবজি চাষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ফুলছড়ির চরাঞ্চলের কৃষকদের 


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ২:৩৪

গাইবান্ধা জেলাধীন ফুলছড়ি উপজেলা ৭৭,৬০০ একর বা ৩১৪ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত। উপজেলার ০৭ টি ইউনিয়নের মধ্যে এরেন্ডাবাড়ী,ফজলুপুর ও ফুলছড়ি-এ তিনটি ইউনিয়ন সম্পূর্ণভাবে ব্রহ্মপুত্র অববাহিকার চরে অবস্থিত এবং গজারিয়া,উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকা  নদী ভাংগনের শিকার।বন্যা ও নদী ভাংগনে প্রায় সহস্রাধিক পরিবার সর্বস্ব হারিয়ে ফেলে,বিভিন্ন প্রতিষ্ঠান হয় ক্ষতিগ্রসত্ম,বিলীন।প্রত্যমত্ম দূর্গম ও চরাঞ্চল এ উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক।

উপজেলা সদরের সাথে মাত্র একটি অপ্রশস্থ,জরাজীর্ণ পাকা সড়কের সংযোগ রয়েছে। এসব কারণে স্বাভাবিকভাবে এ উপজেলার অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে এবং  তাদের জীবনযাত্রার মান নিম্ন। শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকা,শিল্প কল-কারখানা না থাকা,বন্যায় ফসল হানি হওয়া এবং আবাদি জমি কম থাকা এ উপজেলার মানুষের একমাত্র আয়ের উৎস কৃষিখাত।

এবার ঘন বৃষ্টি ও দফায় দফায় বন্যায় আমন চাষাবাদ বিলম্বিত হলেও আগাম শীতকালীন সবজি চাষে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় এসেছে ভিন্নতা। চলতি মৌসুমে উপজেলায় ৪শত ৫০হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী এখন পর্যন্ত ৪৪০ হেক্টর জমিতে শীতকালীন সবজির উৎপাদন শুরু হয়েছে। তবে লক্ষ্যমাত্রা অর্জনে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছে ফুলছড়ি উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের কাউয়াবাধা গ্রামের বেলাল হোসেন বলেন, মোট ৫ বিঘা জমিতে শীতকালীন সবজির আবাদ করছি। এর ১বিঘা জমিতে ফুলকপি চাষাবাদ করেছি। জমি থেকে ফুলকপি তোলা শুরু করেছি। ফলন ও দাম ভালো পাচ্ছি। ২ বিঘা জমিতে বেগুন, ১বিঘা জমির বাধাকপি বিক্রি শুরু করেছি। দাম ভালো পাচ্ছি। কুমড়া চাষ করছি প্রায় ১ বিঘা জমিতে। আশা করছি জমি থেকে ভালো পরিমাণে কুমড়া তুলতে পারবো।

একই এলাকার কৃষক ইসলাম মিয়া বলেন,৩ বিঘা জমিতে মুলার আবাদ করেছি। জমিতে মুলার ভালো ফলন দেখা যাচ্ছে। গত কয়েকদিন হলো মুলার পাতায় পচন ধরেছে। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে ৩ বার ওষুধ স্প্রে করেছি। আশা করি মুলা চাষে লাভবান হবো।

উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল  এলাকার কৃষক আমজাদ হোসেন বলেন,আমি ৩ বিঘা জমিতে বেগুন,২ বিঘা জমিতে লাউশাক ১ বিঘা জমিতে লালশাক ও মুলাশাক আবাদ করেছি। ফলন ভালো হয়েছে। বিক্রিও শুরু করেছি। আগাম বাজার পাওয়ায় শাক-সবজি ভালো দামে বিক্রি করতে পারছি।

ফুলছড়ি উপজেলা এরেন্ডাবাড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার মোঃ রুহুল আমিন জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষি বিভাগের নিয়মিত তদারকি ও পরামর্শ অব্যাহত রয়েছে। আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গতবছরের চেয়ে এ মৌসুমে শাক-সবজির বাম্পার ফলন দেখা যাচ্ছে।

বর্তমানে লাউ, শিম, পটল, কুমড়া, টমেটো, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, মুলা, পেপে, করলাসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হচ্ছে। অনেক জমি থেকে শাক-সবজির উৎপাদন শুরু হয়েছে। দিনে দিনে শাক-সবজি চাষাবাদের জমির পরিমাণ বেড়েই চলেছে।আমার দায়িত্বে থাকা এরেন্ডা বাড়ি ইউনিয়নে। এবছর শাকসবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হেক্টর যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না আশে লক্ষ্যমাত্রা অর্জনে কোনো অসুবিধা হবে না বলে তিনি জানান। 

ফুলছড়ি উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিন্টু মিয়া বলেন, এবার ফুলছড়ি উপজেলায় হাজার ৪৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪০ হেক্টর জমিতে শাক-সবজির উৎপাদন শুরু হয়েছে। কেবল শীতকালীন সবজির চাষাবাদ শুরু হলো। আমাদের কাজ চলছে। আশা করি এ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনে কোনো অসুবিধা হবে না।

প্রীতি / প্রীতি

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ