বাজার দরের চেয়ে মূল্য কম চলতি আমন মৌসুমে ফুলছড়িতে চালক্রয় অনিশ্চিত

গাইবান্ধার ফুলছড়িতে বাজার দরের চেয়ে সরকারি মূল্য কম হওয়ায় চলতি আমন মৌসুমে চাল ক্রয় অনিশ্চিত হয়ে পড়েছে। আর একারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খাদ্য বিভাগের সাথে ক্রয়চুক্তি করেননি চালকল মালিকরা। খাদ্য বিভাগের দাবী, চালকল মালিকদের সাথে আলোচনার মাধ্যমে দ্রæতই সমস্যার সমাধান হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতিকেজি চাল ৪২ টাকা দরে ক্রয়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত দরে ফুলছড়ি উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে ৬৪৭ মেট্রিকটন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, খাদ্য বিভাগের সাথে চালকল মালিকদের চুক্তিবদ্ধ হওয়ার শেষ দিন ছিল গত ২৬ নভেম্বর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফুলছড়ি উপজেলার ৩৮টি চালকল মালিকের একজনেও খাদ্য বিভাগের সাথে চাল সরবরাহ চুক্তি করেনি।
পরবর্তীতে সরকার এ চুক্তির মেয়াদ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। সময় বর্ধিত করলেও চালকল মালিকরা ৪২ টাকা দরে চাল দিতে এখনও নারাজ। তাদের দাবী, বাজার মূল্য থেকে সামান্য হলেও বেশি দিয়ে ক্রয় করলে আমরা সরকারকে চাল দিবো। সরকারকে চাল দিয়ে ব্যবসায়িক ক্ষতি করতে চালকল মালিকরা রাজি নয়।
কয়েকজন চাতাল ও চালকল মালিকের সাথে কথা হলে তারা জানান, সরকার কর্তৃক নির্ধারিত চালের দামের চাইতে বাজারে চালের দাম বেশি। তাছাড়া মোট বিলের উপর চালকল মালিকদের ২% উৎস্যকর ধার্য করা হয়েছে। একারণে চালকল মালিকরা সরকারি খাদ্য গুদামে চাল দিতে আগ্রহী হচ্ছে না।
ফুলছড়ি উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আতাউর রহমান বাদল বলেন, ‘বর্তমান বাজারে প্রতিমণ ধানের মূল্য এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা। তাই বাজার থেকে চড়া দামে ধান ক্রয় করে গুদামে কম দামে চাল সরবরাহ করা সম্ভব নয়। এছাড়া এ বছর সরবরাহকৃত চাল এর মোট বিলের উপর ২% হারে উৎস্যকর ধার্য্য করা হয়েছে, যা খুবই দু:খজনক। তিনি বলেন, ক্ষতি করে কেউ ব্যবসা করবে না, তাই চালকল মালিকরা খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেনা।’
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ধান ক্রয় করে চাল তৈরির পর মিটার পাশের জন্য চাল শুকানো ও গুদাম পর্যন্ত চাল পরিবহনে খরচ বেশি হওয়ায় এবং মোট বিলের উপর ২% উৎস্যকর ধার্য্য করায় চালকল মালিকরা চাল দিতে আগ্রহী হচ্ছে না। তবে সরকারিভাবে চাল ক্রয় সফল করতে চালকল মালিকদের বুঝানো হচ্ছে।’ অল্প কিছুদিনের মধ্যে তাদের সাথে সমঝোতা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রীতি / প্রীতি

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
