ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে শেখ হাসিনার আগমনকে ঘিরে জনজোয়ার শুরু হয়েছে : ইঞ্জি. মোশারফ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-১২-২০২২ দুপুর ৪:০

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমনকে ঘিরে নৌকার পালে হাওয়া লেগেছে। সর্বত্র এখন জনজোয়ার। দলীয় নেতাকমীদের মাঝে প্রাণ সঞ্চার ঘটেছে। সবদিকে শুধু উৎসবের মেলবন্ধন। কখন আসবেন নেত্রী প্রহর গুনছে চট্টগ্রামবাসি। তিনি বলেন সরকারের প্রতিটি উন্নয়নমূলক কর্মকান্ড জনসমুখে তুলে ধরতে হবে, আগামী নির্বাচনে যেন জনগন নৌকাকে আবার জয়ী করে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ৪ঠা ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগ ও চট্টগ্রাম
অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের যৌথ উদ্যোগে নৌকার র‌্যালী উদ্বোধনকালে উদ্বোধকের বক্তৃতায় তিনি একথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের পরিচালনায় র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাংগঠনিক সম্পাদক পীরজাদা মো. মহরম হোসাইন। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ সেলিম, ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আওয়ামী মোটর শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মিজানুর রহমান, চট্টগ্রাম অটোরিকশা- অটোটেম্পো শ্রমিক লীগের সভাপতি মো. ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি স্বপন বিশ্বাস, কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, বাংলাদেশ অটোরিকশা- অটোটেম্পো শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সরকার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিক, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের কার্যকরি সভাপতি মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ইকবাল হোসেন দুলাল, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাবেদুল আলম জাবেদ, সাধারণ সম্পাদক নুরুল কবির স্বপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ- সভাপতি গোলাম আকবর, উপদেষ্টা জামাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের মহিলা নেত্রী ডলী রাণী শীল, মৌসুমী চৌধুরী, অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ইউসুফ, হুমায়ুন কবির, আবদুল হালিম আদু, মো. সাহেদ, নৌকার প্রচার মঞ্চ নির্মাতা মো. ফারুক, আবদুল কাদের, মো. আলাউদ্দিন, মো. রুবেল, মো. বাদশা প্রমূখ নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতা- কর্মীরা গণতন্ত্র ও সংবিধান অনুযায়ী নির্বাচিত জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিএনপি-জামাতের যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে। সভাপতির বক্তৃতায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিকনেতা হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী ৪ঠা ডিসেম্বরের জননেত্রী শেখ হাসিনার জনসভায় নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রমিক সমাজকে উপস্থিত থাকার আহবান জানান।

প্রীতি / প্রীতি

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার