ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পাইকগাছায় মসজিদ-কবরস্থানের জমি দখলসহ মামলা দিয়ে চলছে হয়রানী


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩-১২-২০২২ বিকাল ৫:২০

পাইকগাছায় মসজিদ- কবরস্থানের জমি বছরের পর বছর অবৈধ দখলে রেখে একের পর এক মসজিদ কমিটি ও জমিদাতাদের নামে মামলা করে হয়রানীসহ পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ঘোষাল গ্রামের বায়তুন নূর জামে মসজিদ ও কবরস্থানের জন্য একই গ্রামের সাবেক প্রধান শিক্ষক রওশন আলী গাজী ও এ্যাড শফিকুল ইসলাম কচি'র পরিবারের ১৬ জনে বিভিন্ন দাগ ও খতিয়ানে ২৬ শতাংশ জমি গত ১২ আগষ্ট ১৫ ইং তারিখে ২৪৩৩ নং দলিল মুলে দান করেন। মসজিদ কমিটি নিজেদের জমি দখল বুঝে নেয়ার জন্য জমি পরিমাপ করলে দেখা যায় উক্ত জমির মধ্যো হতে এস এ ৮৬ খতিয়ানে ২৮২ দাগ, বি আর এস ৩০৮ খতিয়ানে ৮০,৮১ দাগ হতে পার্শ্ববর্তী আব্দুল আজীজ সুকৌসলে প্রায় সাড়ে ৫ শতাংশ জমি দখল করে রেখেছে। জমি ছেড়ে দিতে বল্লে আব্দুল আজিজ গাদাইপুর ইউনিয়ন পরিষদে ৪০/২২ ইং মামলা করেন। মামলায় উভয় পক্ষের শুনানীতে জমির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় বাদী আব্দুল আজিজকে গত ২২মে২০২২ তারিখে মসজিদের অনুকুলে জমি ছেড়ে দেয়ার জন্য চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া রায়তে উল্লেখ করেন। 

গত ১৪মে ২২ ইং তারিখে আব্দুল আজিজ নির্বাহী আদালতে ১৪৪ ধারার মামলা করে যার নাং ১৮৩/২২ যা বর্তমানে চলমান রয়েছে। গত ২১ জুলাই ২২ইং তারিখে মসজিদ কমিটি কবরস্থান ও অনন্যা দাগ খতিযানের জমি ঘেরা বেড়া দিলে আব্দুল আজিজ আবারো পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেন এবং ওসির মধ্যস্ততায় একবার বসাবসিও হয়। সেসময় তিনি মসজিদের অনুকুলে জমি ছেড়ে দোয়ার অঙ্গিকার ব্যক্ত করেন এবং জমি পরিমাপ করলেও অজ্ঞাত কারণে জমি ছেড়ে না দিয়ে গত ২৯ নভেম্বর ২২ তারিখে পাইকগাছা দেওয়ানী আদালতে ৩৮২ নং মামলা করেন। আব্দুল আজিজ প্রতিটি মামলায় মসজিদ কমিটি ও জমিদাতাদের আসামি করায় এলাকার সাধারণ মানুষসহ মসজিদের মুসল্লীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হযেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ জানান, আব্দুল আজিজ মসজিদ ও কবরস্থানের সাড়ে ৫ শতক জমি দখল করে রেখেছে আবার আমাদের নামে সময়ে অসময়ে বিভিন্ন দপ্তরে মামলা দিয়ে হয়রানী করছে। তিনি মিথ্যা তথ্য সরবরাহ করে গত ১ ডিসেম্বর খুলনা থেকে প্রকাশিত একটি দৈনিকে "পাইকগাছায় বাড়ির সামনে ঘেরা বেড়া দিয়ে অবরুদ্ধ" শিরোনামে সংবাদ প্রকাশ করে আমাদের সমাজে হেয় করছে।

আব্দুল আজিজের কাছে জানতে চাইলে তিনি থানায় আছেন পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।  পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, আমি উক্ত বিষয় নিয়ে বসাবসি করে মসজিদের জমি ছেড়ে দেযার জন্য বলেছিলাম এবং মানবিক কারণে বাদীকে রাস্তার জন্য মসজিদ কমিটিকে বলে ছিলাম।

প্রীতি / প্রীতি

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত