হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে খুলনা বিএনপি

রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ এবং দায়েরকৃত হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে খুলনা বিএনপি। খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করার কথা-এটাই প্রত্যাশিত। কিন্তু কয়েক বছর ধরে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পুলিশ বাহিনীর অতিউৎসাহী কতিপয় কর্মকর্তা রাজনৈতিক দুর্বৃত্তায়নের কবলে পড়ে গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার এবং নাগরিকের ন্যায়বিচারের অধিকারকে শুধু ক্ষুণ্নই করেনি, কখনো কখনো কতিপয় পুলিশের কিছু কর্মকান্ড আইনের বিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতীয়মান হয়েছে।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপি’র গণ-সমাবেশ বানচাল করতে সারাদেশের ন্যায় খুলনায় বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার-হয়রানি,বাড়িতে- বাড়িতে তল্লাশি, নাটকীয় গায়েবি মামলা দায়ের করে কেএমপির কিছু সংখ্যক পুলিশ সদস্য নিজেদের ওপর অর্পিত দায়িত্বের কথা ও চাকুরিবিধি ভুলে গিয়ে অহেতুক অযথা নিজেদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন; যা মোটেই কাম্য নয়।
অবিলম্বে সকল গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের বন্ধের দাবি জানিয়ে বিবৃতিদাতারা আরো বলেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী লুটেরা সরকার দেশটাকে খাদের কিনারে পৌঁছে দিয়েছে। দ্রব্যমূল্যের নজিরবিহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। জনগণকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়ে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা বেগমপাড়া গড়ছে।
দেশের রিজার্ভ আজ তলানিতে। অনিশ্চিত আগামীর দুর্ভাবনায় সারাদেশে বিভাগীয় সদরে বিএনপি’র গণ-সমাবেশে
লাখো সাধারণ মানুষের উপস্থিতি, এই সরকারের জনবিচ্ছিন্নতাকে প্রমাণ করে দিয়েছে। জনদাবির সমর্থনে বিএনপি’র কর্মসূচি নানা চক্রান্ত ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও মানুষ সফল করেছে। ১০ ডিসেম্বরের ঢাকার গণতান্ত্রিক কর্মসূচি বানচালে মধ্যরাতের ভোটের সরকারের অন্যায়ের সহযোগী না হতে পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
প্রীতি / প্রীতি

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
