ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আলোচনায় সাবেক ছাত্র নেতারা

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৭:২৯

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১২ ডিসেম্বর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের সম্মুখ মাঠে অনুষ্ঠিত হবে। দক্ষিণ জেলা সম্মেলনের আগে উপজেলাগুলোতে তাড়াহুড়া করে নিয়ম রক্ষার সম্মেলনের ডাক দিয়ে কাজ শেষ করতে তৎপর জেলা আওয়ামী লীগ। দীর্ঘদিন পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তৃণমূলের ভোটের এবং মতামেতর প্রতিফলন না হলে হতাশ হয়ে পড়বে বলেও অনেকের অভিযোগ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সিনিয়র নেতাদের পাশপাশি নতুন কমিটিতে সাবেক ছাত্র নেতারা সভাপতি সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে। অন্যদিকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে একজন বহিস্কৃত আওয়ামী লীগ নেতাকে। বহিস্কৃত আওয়ামী লীগ নেতাকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করায় এক গ্রুপের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন তারিখ নির্ধারণ হলেও উপজেলা ও  জেলা পর্যায়ে দলীয় কাউন্সিলরদের তালিকা প্রস্তুত করতে পারেনি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রার্থীরা বেশ তৎপর রয়েছে এরমধ্যে সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসানী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আবুল কালাম আজাদ, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। এ  ক্ষেত্রে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সভাপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিলে পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে বলে নেতা কর্মীরা জানায়। সাধারণ সম্পাদক পদে রয়েছে জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আ.ম.ম মিনহাজুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোছলেম উদ্দীন মনছুর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন রবি, চন্দনাইশের এমপি নজরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  শাহিদা আকতার জাহান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবুল কালামসহ বেশ কয়েক জনের নাম আলোচনায় রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল চট্টগ্রাম স্টেডিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধক থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রধান বক্তা থাকবে দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, অতিথি থাকবেন যুগ্ম সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, এমপি নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী এমপি। স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ নেতা ডা.আ.ম.ম মিনহাজুর রহমান বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি, দলের দুসর্ময়ে আমি ছিলাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে সংগঠনকে আরও বেশী শক্তিশালী করতে পারব। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেয়র আইয়ুব বাবুল বলেন, দক্ষিণ জেলার প্রতিটি এলাকায় আমার নিজস্ব কর্মী সমর্থক রয়েছে, সাধারণ সম্পাক হিসেবে দায়িত্ব পেলে আমি মডেল একটি সংগঠন হিসেবে দাড় করাব। কমিটির প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ বলেন, ডিজিটাল বাংলাদেশে রাজনীতি করতে হলে নেতাকে জ্ঞান-বিজ্ঞানে মেধা-মননে শিক্ষা-দীক্ষা, চলা-চরিত্রে অর্থে-চিত্তে কোন ধরণের কমতি থাকলে সংগঠনের দায়িত্ব পালনে সম্ভব না, পুরানো যুগের মানুষ দিয়ে তারুণ্যর নেতাদের বাদ দিয়ে কমিটি হলে এ কমিটি যুগের সাথে তাল মিয়ে এগিয়ে যেতে পারবে না, দায়িত্ব পেলে জনপ্রিয় জনবান্ধব কর্মী বান্ধব মানুষদের আওয়ামী লীগের সাথে সম্পৃত্ত সংগঠনকে এগিয়ে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন এবং মিশন বাস্তবায়নে কাজ করে যাব।  সম্মেলনের বিষয়ে বাংলদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবে, আশা করি তৃণমূলের মতামতের প্রতিফলণ হবে নতুন নেতৃত্বে সৃষ্ঠি হবে দক্ষিণ জেলায়।
উল্লেখ্য ২০০৫ সালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সর্বশেষ অনুষ্ঠিত সম্মেলনে আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর ২০১৩ সালে মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে দক্ষিণ জেলা আ.লীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১৭ বছর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার