ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রাবি ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটির অর্ধযুগ পার


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ১১:২১

অর্ধযুগ পেরিয়ে সপ্তম বছরে পদার্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অধিকাংশ নেতা-কর্মী। বিয়ে করে বউ-বাচ্চা নিয়েও সংসার পেতেছেন অনেকে৷ এছাড়া ক্যাম্পাসে চাঁদাবাজি, ভর্তি ও সিট বাণিজ্য, শিক্ষার্থী নির্যাতন ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা৷

২০১৬ সালের ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর ছয়মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই  কমিটি ২৫১ সদস্য বিশিষ্ট। এর মধ্যে ক্যাম্পাস ছেড়েছেন প্রায় দেড় শতাধিক নেতাকর্মী। যারা সক্রিয় আছেন তাদের ছাত্রত্ব নিয়েও আছে প্রশ্ন।

সিনিয়র নেতারা বলছেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় চেইন অব কমান্ড নষ্ট হয়ে গেছে। সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে রাবি ছাত্রলীগ। নিজেদের মধ্যে টানাপোড়ন সৃষ্টি হয়েছে। সকল প্রার্থী স্বতন্ত্র হয়ে গেছে। সংগঠন হয়ে পড়েছে সভাপতি-সাধারণ সম্পাদক নির্ভর। সাংগঠনিক কাঠামো ঠিক না থাকায়, দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়েছে অনেকে।

জানা যায়, গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ নভেম্বর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্র। ৫ নভেম্বর ছিল পদপ্রত্যাশী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন। ৯৪ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন। এরপর শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন স্থগিত করা হয়। সম্মেলনের পরিবর্তে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। কিন্তু পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষনা না করেই কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

চাঁদাবাজি:
২৬ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ উঠে রাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস, জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, আইবিএ ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত সাহাসহ কয়েকজন কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠে। ভুক্তভোগী ও তার বন্ধুরা ময়মনসিংহ থেকে সাতটি বাসে করে ভর্তিচ্ছু শিক্ষার্থী নিয়ে রাবি ক্যাম্পাসে আসে। একই জেলা থেকে রাবির জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুলও বাস নিয়ে আসেন। তাদের কারণে রাকিবের বাসে কম শিক্ষার্থী আসেন। এতে তার কিছুটা ক্ষতি হওয়ায় তিনি ছাত্রলীগ নেতা জেমসের মাধ্যমে চবি শিক্ষার্থীকে জিম্মি করে ১৫ হাজার টাকা আদায় করেন।

১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামছুলের কাছে মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। চাঁদা দিতে রাজি না হওয়ায় মতিহার হলের ১৩২ নম্বর কক্ষে তাঁকে তিন ঘণ্টা ধরে শারীরিক নির্যাতন করে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। নির্যাতনের কারণে সামছুলের বাঁ কানের পর্দা ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় প্রক্টর দপ্তরে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রক্টর অধ্যাপক আসাবুল হকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগে প্রক্টরের কাছে অভিযোগ তুলে নেওয়ার আবেদন করেন ভুক্তভোগী। 

শহীদ জিয়াউর রহমান হলের সামনের হোটেল মালিক মানিক হোসেন বাবু ২১ আগস্ট অভিযোগ করেন, তিনি মাসে ৩০ হাজার টাকা করে চাঁদা দেন ওই হল শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদ মিয়া ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে। বাবু বলেন, চাঁদাবাজির পাশাপাশি তাঁরা হোটেলে নিয়মিত বাকিতে খাবার খান। দোকানে তাঁদের প্রায় ১০ হাজার টাকার মতো বকেয়া রয়েছে।

মাদক ব্যবসা :
৮ ডিসেম্বর মাদক সেবনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ ছাত্রলীগ নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে ফর্ম ফিলাপের নাম করে দুই ছাত্রলীগ নেতা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪‌ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

পলাতক দুই আসামি হলেন, শের-এ-বাংলা হলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান। মামলার অন্য ২ জন আসামি হলেন- জোহা হল ছাত্রলীগের উপ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ বীন সিদ্দিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।

প্রক্সি :
রাবির ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়ের বন্ধু বায়েজিদ খান। বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি জিজ্ঞাসাবাদে ফাঁস করেন চক্রের 'গুরু' তন্ময়ের নাম। তাঁর সেই জিজ্ঞাসাবাদের একটি ভিডিও ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে বায়েজিদকে বলতে শোনা যায়, 'তন্ময় তাঁকে এই কাজ (প্রক্সি) দিয়েছেন। তন্ময় এসএম হলের দোতলায় থাকেন।' তাঁর বক্তব্য অনুযায়ী এসএম (শাহ মখদুম) হলের দ্বিতীয় তলায় থাকা তন্ময় হচ্ছেন ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহসভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন বলেন, কমিটি না হওয়া সংগঠনের জন্য ক্ষতিকর। আমাদের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সামনে নির্বাচন। নির্বাচনের আগে কমিটি না হলে, এটা নিজেদের মধ্যে টানাপোড়ন সৃষ্টি করবে। চেইন অব কমান্ড নষ্ট হয়ে গেছে। সব ক্যান্ডিডেট(প্রার্থী) এর নিজ নিজ অবস্থান আছে। যতদিন কমিটি হবে না, ততদিন চেইন অব কমান্ড ঠিক হবে না। কারণ এখন সবাই স্বতন্ত্র হয়ে গেছে। আমরা বিরোধী শক্তিকে প্রতিহত করবো নাকি নিজেদের ভুল বোঝাবুঝি সমাধান করবো।

শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, সাংগঠনিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়েছে।যারা সিট বাণিজ্য করে আসছে, তারাই কিন্তু হলে নেতৃত্বে আসছে। তাদের বিরুদ্ধে কখনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয় নি। সাংগঠনিক ব্যবস্থা নেয়া হলে, আজকের এ পরিস্থিতি হতো না। যাদের বয়স এক্কেবারে সন্নিকটে ছিল, তাদের কি হবে। ছয়-সাত বছর ধরে রাজনীতি করছি, আমাদের কি হবে। একটা সম্মেলন হল না, এর কি কারণ, ব্যাখা চাই সবার কাছে। যারা বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি-সাধারন সম্পাদক হবেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তারা যেন দ্রুত রাবি কমিটি দিয়ে দেয়।

সার্বিক বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমরা সম্মেলনের জন্য প্রস্তুত ছিলাম। মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতে পারে নি। এখানে আমাদের কোন হাত নেই।‌ নতুন কমিটি তো আমরা দিতে পারব না। সম্মেলনের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের দায়িত্ব পালনকালে ক্যাম্পাসে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়নি। শিক্ষার্থীদের যেকোন সমস্যায় আমরা পাশে ছিলাম, এখনো আছি।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি