চাঁদার দাবিতে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা
ময়মনসিংহের ভালুকায় ফার্ম হাউজ থেকে ফেরার পথে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্চিত, মারধরসহ প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় নুরুল ইসলাম সরকার ও তার সন্ত্রাসী বাহিনী।গত ২৪ নভেম্বর সকালে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের রামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
লানচিত এই ব্যক্তি ডাসার এগ্রো লিঃ এর চেয়ারম্যান এবং সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর পদবীর অফিসার যিনি সামাজিক সন্মানের বিবেচনায় নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন।ভুক্তভোগী অবসরপ্রাপ্ত মেজর এর দাবি, দাবীকৃত চাঁদার টাকা না দেয়ার স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত নুরুল ইসলাম সরকারের (৬১) নেতৃত্বে তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে ডাসার এগ্রো লিঃ এর এমডি মো. আব্দুল হাই বাদী হয়ে গত ৪/১২/২২ইং তারিখে ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যপারে ভুক্তভোগী ওই অবসরপ্রাপ্ত মেজর দৈনিক সকালের সময়কে জানান, গত আট বছর আগে রামপুর গ্রামে গবাদিপশু পালনের উদ্দেশ্যে সরকারের সাথে যৌথ মালিকানায় ই ই এফ ফান্ড নিয়ে একটি এগ্রো প্রতিষ্ঠান নির্মান করে গরু লালনপালন শুরু করি। এখানে ফার্মের প্রজেক্ট করার পর থেকেই নুরুল ইসলাম সরকার ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে চাঁদা দাবী করে আসছিলো। এমনকি ফার্মের গরুর খাদ্যশস্য ও অন্যান্য মালামাল আনার পথে রাস্তায় বিভিন্ন সময় বিঘ্ন ঘটিয়ে মাল আটকে চাঁদা দাবী করছে।
আমরা সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় নানাভাবে আমাদের হুমকি-ধামকি, হয়রানি এবং ফার্মের ক্ষতি সাধনের চেষ্টা করে আসছিলো।এরই প্রেক্ষিতে গত ২৪ নভেম্বর সকালে ফার্ম হাউজ পরিদর্শন শেষে আমার ব্যক্তিগত গাড়িযোগে বাসায় ফেরার পথে অভিযুক্ত নুরুল ইসলাম সরকারের বাড়ির সামনের রাস্তায় পৌছালে নুরুল ইসলাম ও তার ছেলে মো. দিদারুল ইসলাম সরকার (২৪), মো. তরিকুল ইসলাম (৩৫) ও মিন্টু মিয়া (৩০) সহ অজ্ঞাত আরো ৪/৫জন সন্ত্রাসী এসে আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমার শার্টের কলার চেঁপে ধরে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে এবং চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে এসময় আমার ডাক-চিৎকারে আশাপাশের লোকজন জড়ো হলে তারা সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত নুরুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা (উপ পুলিশ পরিদর্শক) মানিকুল ইসলাম জানান,অভিযোগটি গুরুত্ব সহকারে আইনগতভাবে ব্যবস্হা নিয়া হবে।
এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে ভালুকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম