শেষ মুহুর্ত্বে স্মৃতিসৌধ প্রস্ততিতে ব্যস্ত সংশ্লিষ্টরা
৫১তম মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানান জাতির ফুল আর রং-তুলির আঁচড়ে পুরো সৌধ প্রাঙ্গণ করা হচ্ছে দৃষ্টিনন্দন। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে শুধু এলাকার প্রতিটি কোনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রস্তুতির অংশ হিসেবে ৮৪ একর এলাকাজুড়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন স্মৃতিসৌধে। সে উপলক্ষে পুরো সৌধ এলাকায় নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি এর পাশাপাশি সৌধ প্রাঙ্গণের বাইরেও সৌন্দর্যবর্ধনে চলছে নানা কার্যক্রম।
পুরো সৌধ চত্বরটি যেন পরিণত হয়ে উঠছে লাল-সবুজের এক টুকরো বাংলাদেশে। প্রধান ফটক থেকে সৌধ বেদি পর্যন্ত লাল ইটের হেরিবন্ডগুলো সাদা রঙের আভায় পবিত্র করে তোলা হচ্ছে। বিভিন্ন স্থাপনায় পাইপের পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এছাড়া সৌধ এলাকার চার দিকে কয়েকশত সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে টেকনিশিয়ান লোকজন।
স্মৃতিসৌধ এলাকার সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত কর্মী মো. কালু মিয়া জানান, নভেম্বর মাসের প্রথম থেকেই আমরা স্মৃতিসৌধ সাজানোর কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রধান ফটকসহ সবগুলো ফটকের সামনের সড়কে ডিভাইডারসহ স্মৃতিসৌধের সিড়িগুলোতে রং করা হয়েছে। স্মৃতিসৌধের বিভিন্ন রঙের আলোকবাতি লাগানোর কাজও চলছে। এছাড়া বিভিন্ন ফুল গাছসহ নানা জাতের শোভাবর্ধক গাছে নতুন টব দেওয়া হচ্ছে।
আরেক পরিচ্ছন্নতাকর্মী রওশন আরা জানান, স্মৃতিসৌধের পুরো ৮৪ একরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে। এখন শুধু শেষ মুহূর্তের ধোয়া-মোছার কাজ চলছে যা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৫ই ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারনের প্রবেশ নিষেধাঙ্গা আছে বলে জানান কর্তৃপষ্ক।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে গত দেড় মাস যাবৎ আমাদের প্রায় দেড়শো জনবল এবং দুটো প্রেশার মেশিন দিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য্য বর্ধনের কাজ শুরু চলছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ পুরোপুরি শেষ। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখছেন।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. সবুর খান বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়ে সবকিছু মনিটরিং করা হচ্ছে। এরই মধ্যে সৌধ এলাকার বাইরে আতশবাজি ও উচ্চস্বরে মাইক বাজানোয় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
Link Copied