ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

শেষ মুহুর্ত্বে স্মৃতিসৌধ প্রস্ততিতে ব্যস্ত সংশ্লিষ্টরা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১:১২
৫১তম মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানান জাতির ফুল আর রং-তুলির আঁচড়ে পুরো সৌধ প্রাঙ্গণ করা হচ্ছে দৃষ্টিনন্দন। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে শুধু এলাকার প্রতিটি কোনা।
 
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রস্তুতির অংশ হিসেবে ৮৪ একর এলাকাজুড়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ জাতীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন স্মৃতিসৌধে। সে উপলক্ষে পুরো সৌধ এলাকায় নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি এর পাশাপাশি সৌধ প্রাঙ্গণের বাইরেও সৌন্দর্যবর্ধনে চলছে নানা কার্যক্রম।
 
পুরো সৌধ চত্বরটি যেন পরিণত হয়ে উঠছে লাল-সবুজের এক টুকরো বাংলাদেশে। প্রধান ফটক থেকে সৌধ বেদি পর্যন্ত লাল ইটের হেরিবন্ডগুলো সাদা রঙের আভায় পবিত্র করে তোলা হচ্ছে। বিভিন্ন স্থাপনায় পাইপের পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এছাড়া সৌধ এলাকার চার দিকে কয়েকশত সিসিটিভি ক্যামেরা স্থাপন করছে টেকনিশিয়ান লোকজন।
 
স্মৃতিসৌধ এলাকার সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত কর্মী মো. কালু মিয়া  জানান, নভেম্বর মাসের প্রথম থেকেই আমরা স্মৃতিসৌধ সাজানোর কাজ শুরু করেছি। ইতিমধ্যে প্রধান ফটকসহ সবগুলো ফটকের সামনের সড়কে ডিভাইডারসহ স্মৃতিসৌধের সিড়িগুলোতে রং করা হয়েছে। স্মৃতিসৌধের বিভিন্ন রঙের আলোকবাতি লাগানোর কাজও চলছে। এছাড়া বিভিন্ন ফুল গাছসহ নানা জাতের শোভাবর্ধক গাছে নতুন টব দেওয়া হচ্ছে।
 
আরেক পরিচ্ছন্নতাকর্মী রওশন আরা  জানান, স্মৃতিসৌধের পুরো ৮৪ একরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে। এখন শুধু শেষ মুহূর্তের ধোয়া-মোছার কাজ চলছে যা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৫ই ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারনের প্রবেশ নিষেধাঙ্গা আছে বলে জানান কর্তৃপষ্ক।
 
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান  বলেন, বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে গত দেড় মাস যাবৎ আমাদের প্রায় দেড়শো জনবল এবং দুটো প্রেশার মেশিন দিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য্য বর্ধনের কাজ শুরু চলছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ পুরোপুরি শেষ। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের নিরাপত্তার বিষয়টি দেখছেন।
 
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. সবুর খান বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়ে সবকিছু মনিটরিং করা হচ্ছে। এরই মধ্যে সৌধ এলাকার বাইরে আতশবাজি ও উচ্চস্বরে মাইক বাজানোয় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ