ঘুষ ছাড়া ফাইল চলে না চরপাথরঘাটা তহসিল অফিসে
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা তহসিল অফিস এখন ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোন ফাইল চলেনা এখানে, টাকা ছাড়া কোনো কাজই হয়না এই তহসিল অফিসে। তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা এমন মাত্রায় পৌঁছেছে যে, সেবাগ্রহীতারা অসহায় হয়ে পড়েছেন। শুধু তাই নয়, তহসিল অফিসের চৌকাঠ পেরুলেই তহসিলদারের নিজস্ব আইন মানতে হয় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষকে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সেবাপ্রার্থী বলছেন, নানা অভিযোগ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা উজ্জ্বল কান্তি দাশের বিরুদ্ধে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ পড়েছে জেলা প্রশাসক, দুদক ও এডিসি রাজস্ব অফিসে। এসব অভিযোগের মধ্যে রয়েছে, তহসিল অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির ফর্চা উত্তোলন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারীর প্রস্তাব দেয়া, অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করাসহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অনৈতিকভাবে বাড়তি টাকা আদায় করেছেন।
ভুক্তভোগীরা জানান, হয়রানি আর ভোগান্তি কি তা চরপাথরঘাটা তহসিল অফিসে না এলে বুঝা যায় না। ‘চরপাথরঘাটা তহসিল অফিসের দেয়ালও ঘুষ খায়’। এখানে সেবা পেতে হলে ঘুষ দিতেই হবে, অন্যথায় ঘুরতে ঘুরতে বছর শেষ। টাকা না দিলে নির্ধারিত সময়ে কোন কাজ আদায় করা যায় না। ঘুষ ছাড়া কোন কাজেই হাত দেন না তহসিল অফিসের কর্তা। রয়েছে, তার নিজস্ব দালাল ও সিন্ডিকেট। বিশেষ করে দালাল ছাড়া কোন কাজ করেননা তহসিলদার উজ্জ্বল কান্তি দাশ।
সূত্র জানায়, এই অফিসে মালিকানার রেকর্ড জালিয়াতের মাধ্যমে চলছে ভূমিদস্যুতা ও দালালদের দৌরাত্ম্য। উপজেলা ভূমি অফিসের সাথে চরপাথরঘাটা ইউনিয়ন তহসিল অফিসের রেকর্ডপত্রে রয়েছে ব্যাপক গড়মিল। তহসিল অফিসের কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে ভূমিদস্যু সিন্ডিকেট চক্র ভূয়া নামজারি খতিয়ান তৈরি করে নিরীহ মানুষের জমি জবর দখল করে থাকেন।
এ ভূমিদস্যু চক্র ভূয়া রেকর্ডের মাধ্যমে জমি কেনাবেচা করার কারণে নিরীহ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। ফলে বাড়ছে ভূমি বিরোধ। তহসিল অফিসের দালাল চক্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ নামজারির কাজটি চলছে অনিয়মের মধ্যেই। সরকার মিউটেশন বা নামজারী মামলার নির্ধারিত ফি থাকলেও দালালের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। জায়গার কাগজপত্রে কোন রকম হেরফের থাকলে টাকা গুনতে হয় আরো বেশী।
এদের মধ্যে ভুট্টো নামে এক দালালের দৌরাত্ম্যের কথাও স্থানীয়রা জানিয়েছেন। বিভিন্ন এলাকার লোকজন সেবা নিতে আসলেই তহসিলদার কৌশলে তার কাছে পাঠান। ইছানগরের সাধারণ মানুষেরা বলেছেন, শনিবারও অফিস করেন এই ভূমি সহকারি কর্মকর্তা। যা ভূমি অফিসের সিসিটিভি ক্যামেরা সাক্ষ্য বহন করে। চরপাথরঘাটা এলাকার ভুক্তভোগি মোহাম্মদ আলী বলেন, নামজারি জমাভাগ মামলা নং-২৯৬৬/০৮ প্রতিবেদনে বাদির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তহসিলদার আমার অজান্তে প্রতিবেদন দেন। বিবাদী হিসেবে আমার সাথে কোন ধরনের যোগাযোগ করা হয়নি। পরে আমি জানতে পেরে এসিল্যান্ডের কাছে আপত্তি জানিয়েছি।
নুরুল আবছার নামে আরেক ভুক্তভোগি বলেন, ‘প্রতিবেদন দিতে দু দফায় ঘুষ নিলেও উলট পালট প্রতিবেদন দিয়ে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের সুবিধা নিয়েছেন তহসিলদার।’ পাশাপাশি চরপাথরঘাটা ইছানগর মৌজার ৩৪৪২ নং খতিয়ান সৃজনে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। তহসিলদার উর্দ্ধতন মহলকে ঘুষের টাকা জোগান দিতে, ভুক্তভোগীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে হয় বলে সাধারণ লোকজনকে জানান।
জানতে চাইলে চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা উজ্জ্বল কান্তি দাশ বলেন, ‘আমি কোন কথা বলতে পারব না। আপনারা এসিল্যান্ড স্যারের সাথে কথা বলেন। তারপর ফোন লাইন কেটে দেন।
এব্যপারে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘যদি তহসিলদার অনিয়ম করে থাকেন তাহলে ভূক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলেন। আমি ব্যবস্থা নিব। যদিও অতীতে জেলা প্রশাসক, দুদক ও এডিসি রাজস্ব অফিসে তহসিলদার উজ্জ্বল কান্তি দাশের বিরুদ্ধে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এব্যপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান বলেন, বিষয়গুলো খতিয়ে দেখে ববস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত