চট্টগ্রাম বহুমাত্রিক বিদেশী বিনিয়োগের উর্বর ভূমিঃ চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে ঘিরে অর্থনৈতিক কর্মকান্ডের নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে গেছে। চট্টগ্রাম বন্দরনগরী পৃিথবীর অন্যতম প্রাকৃতিক বন্দর এবং প্রাচ্য-প্রতিচ্য-পাশ্চাত্যের প্রবেশদ্বার। বৃহত্তর চট্টগ্রামে একই সাথে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়নের পথে ফলে চট্টগ্রাম বহুমাত্রিক বিদেশী বিনিয়োগের উর্বর ভূমি হিসেবে এখন বিশ্বে সমাদৃত। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিসেস মায়িয়ে মাসভুপুই বাটালিহিলস্থ চসিক নগর ভবনে ফ্রান্সের রাষ্ট্রদূত মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। এসময় মেয়র ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে ইউরোপীয় দেশগুলো আমাদের পাশে ছিল এবং তারা আমাদের সমর্থন ও কুটনৈতিক সহায়তা যোগান দেয়। বর্তমানে বাংলাদেশের চলমান টেকসই উন্নয়ন কর্মকান্ডে তাদের বহুমাত্রিক সহায়তা আন্ত:দেশীয় বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করেছে। তিনি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় ফ্রান্সের সহযোগিতা কামনা করে বলেন, ফ্রান্সের মত দেশের উন্নত প্রযুক্তির সাথে সম্পৃক্ত হওয়া গেলে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। তাই এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি তিনি আহবান জানান।
মেয়র আরো বলেন, অলিয়ঁস ফ্রঁসেস ঢাকা ও চট্টগ্রাম দুইটি কেন্দ্র থেকে সাহিত্য ও সং¯ৃ‹তির ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে। তাই আমাদের দুই দেশের সাহিত্য সংস্কৃতির ভাবনা চিন্তার আদান প্রদানে অলিয়ঁস ফ্রঁসেস একটি গুরুত্বপূর্ণ ভুমিকা হিসেবে বিবেচ্য। বাংলাদেশের অবকাঠামো, শিল্পাঞ্চল, জ্বালানী ও সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে ফরাসী বিনিয়োগের সুযোগ রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এই শিল্পাঞ্চল জোনে বিনিয়োগ করছেন। মেয়র সিটি কর্পোরেশনের উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে এমিউসমেন পার্ক স্থাপনের কথা উল্লেখ করে এখানে বিনিয়োগের জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষন করেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করে বলেন, সাগর-নদী ও পাহাড় বেষ্টিত এই শহর যে কোন অতিথিকে মুগ্ধ করে। আমিও অভিভূত। তিনি বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়নমুলক প্রকল্পগুলো প্রস্তাব আকারে প্রদান করা হলে তা আমাদের সরকারের নিকট পৌঁছে দিয়ে ব্যবস্থা গ্রহনের প্রচেষ্টা থাকবে। তিনি আরো বলেন, চট্টগ্রামের সম্ভাব্যতার বিষয়টি অবশ্যই আমাদের সরকার মূল্যায়ন করে। চট্টগ্রামে যেহেতু আন্তর্জাতিক আর্থ সামাজিক উন্নয়নের নতুন সংযুক্তি সেহেতু পর্যটন, স্বাস্থ্য, শিক্ষাসহ আইটি খাতে বৈশ্বিক বিনিয়োগে একটি অনুকুল পরিবেশ নিশ্চিত হলে ফ্রান্স অবশ্যই সাড়া দিবে। এতেই বাংলাদেশ-ফ্রান্স মৈত্রী সুদৃঢ় হবে। মেয়র ফ্রান্সের রাষ্টদূতকে সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেষ্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, কাউন্সিলর গাজী শফিউল আজম, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, অলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক ব্রুনো ল্যাকরাম্পী উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অরমান রাফাই নিজাম।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত