ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কুতুবদিয়া উপকূলীয় বনবিভাগ

লবণ মাঠ অনুমতি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ!


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৪-১২-২০২২ রাত ৮:৮

কুতুবদিয়া উপকূলীয় বনবিভাগের কার্যক্রম নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব দেখা দিয়েছে। লবণ মাঠ করার অনুমতি দেয়ার নামে স্থানীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। 

ইলিয়াছ নামের একজন প্রান্তিক চাষি জানিয়েছেন, উত্তর ধুরুং ইউনিয়নে বনবিভাগের জায়গায় লবণ মাঠ করছে দাবি করে এক চাষির নিকট থেকে পাঁচ হাজার টাকা করে নিয়েছেন রহমতুল্লাহ নামের একজন কর্মকর্তা। 

ফারুক নামের অন্য একজন চাষি জানিয়েছেন, তিনি স্থানীয়দের দখলে থাকা কিছু লবণ মাঠ বর্গা নিয়েছেন। কিন্তু মাঠে নামার আগে বনবিভাগের কয়েকজন কর্মকর্তা বাঁধা দিয়ে টাকা দাবি করেন। পরে তিনি তাদেরসহ পুরো প্রশাসনকে ম্যানেজ করেছেন বলে জানান। এখন তিনি প্রায় ৪০ একর জমি লবণ উৎপাদনের জন্য প্রস্তুত করেছেন। তবে স্থানীয় যাদের নিকট থেকে বর্গা নিয়েছেন বলে উল্লেখ করেছেন তাদের কাউকে টাকা দেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বনবিভাগের রেঞ্জকর্মকর্তা শামিম রেজা বলেন, উপকূলের ৫ টি মৌজায় মোট ৮শ একর ভূমিতে রয়েছে বনবিভাগের মালিকানা। বনবিভাগের জায়গায় কোন লবণ মাঠ নেই। 
 
তিনি বলেন, লবণ মাঠসমূহ খাস খতিয়ানভুক্ত। এগুলো ডিসি সাহেবে জায়গা। সেখানে কেউ লবণ মাঠ তৈরি করলে বনবিভাগের কিছু করার নেই। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ভালো জানেন। 

জানা যায়, এসব জায়গায় উপকূলীয় বনবিভাগ নতুন বাগান তৈরি করার জন্য চারাগাছ রোপণ করেছিল। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী সিন্ডিকেট এসব চারাগাছ কেটে লবণ মাঠ তৈরি করে। বিষয়টি নিয়ে থানায় জিডি করতে গেল তা রিসিভ করা হয়নি বলে জানান শামিম রেজা। পরে বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু বনবিভাগের জায়গা না হওয়ায় কিছু করা যায়নি। 

এদিকে জানা যায়, দ্বীপের পশ্চিম পাশে ২০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ঝাউবাগান। হোটেল সমুদ্র বিলাসের সামনের ঝাউবাগানটি দৃশ্যমান হলেও অন্য ঝাউবাগান বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু তা রক্ষায় বনবিভাগের কোন পদক্ষেপ নেই। 

দ্বীপের পূর্বপাশের কুতুবদিয়া চ্যানেল ঘেঁষে বিভিন্ন অংশে রয়েছে ম্যনগ্রোভ ফরেস্ট। বন সৃজনের জন্য কোথায় কোন জায়গা না থাকায় একটা গাছও রোপণ করা হয়নি কয়েক বছর। 

দ্বীপে বিদ্যুতায়ন নিশ্চিত করার জন্য কাটা হচ্ছে একহাজারের মত অক্সিজেন প্রদানকারী বড় বড় গাছ। এসব গাছের বিপরীতে নতুন কোন চারাগাছ রোপণ করা হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি বনকর্মকর্তা। তবে বলেছেন, উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনা মতে কাজ করা হবে। অনুমতি পেলে লাগানো হবে নতুন চারাগাছ।

সুজন / সুজন

কাউনিয়ায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাচ্ছে সাধারণ মানুষ

সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ চক্রের দূর্নীতি

ঝিনাইদহে মা-মেয়েকে পিটিয়ে হত্যার চেষ্টা

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় স্কুল পর্যায়ে সচেতনতা কর্মসূচি

পড়াশুনার পাশাপাশি সমন্বিত সবজি চাষে সফল দুমকির মাঈনুল

আত্রাইয়ে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাটহাজারীতে ফার্মেসিতে অভিযান : তিন প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার