বিজয় দিবসে রাবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। আজ শুক্রবার দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে তারা। নিরবতা শেষে সংগঠনটির সভাপতি নুরুজ্জামান খান বলেন, ব্রিটিশ শাসনামল ও তার পরবর্তী সময়ে পাকিস্তানের ২৩ বছর শোষণের পরে আজকের এই দিনে স্বাধীন জাতি হিসেবে আমরা বিজয় অর্জন করি। বিজয়টা আমরা আজকে যতটা আনন্দের সাথে পালন করছি আজ থেকে ৫১ বছর আগে কিন্তু এতোটা আনন্দের ছিল না। ৩০ লক্ষ শহীদের আত্মাহুতি ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি। সেদিন ছিল অন্যরকম এক পরিস্থিতি। এইজন্য আমরা আজকে সেইসব শহীদ ও মা-বোনদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার পিছনে অন্যতম একটি কারণ ছিল একটি অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার দেশ গড়া। এই ৫০ বছরে আমরা কি পেয়েছি আমাদের ভাবা দরকার। ব্যক্তিস্বাধীনতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের শপথ কিন্তু আজও হয়ে উঠে নাই। এখনো আমাদের মধ্যে দল, ধর্ম, বর্ণ নিয়ে সংঘাত ঘটে। রাষ্ট্রের একটি স্তম্ভ হিসেবে আমাদের এই বিষয় নিয়ে মানুষকে সচেতন করতে হবে। পাশাপাশি গণতন্ত্র রক্ষা ও দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ সময় সংগঠনটির সহ-সভাপতি তৌসিফ কাইয়ুম, যুন্মসাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান আকাশ, কার্যনির্বাহী সদস্য আসিফ আজাদ সিয়ামসহ সংগঠনের সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি